১ মাসেই শেষ হচ্ছে তিতুমীর কলেজের পাঠাগার নির্মাণ কাজ

আরও পড়ুন

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে তিতুমীর কলেজ আয়োজিত র‍্যালি

সরকারি তিতুমীর কলেজের ‘আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাস’র পাঠাগারের কাজ আগামী এক মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ মো. আশরাফ হোসেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে এ কথা জানান কলেজটির অধ্যক্ষ।

শিগগিরই কলেজের বাকি ২টি ছাত্রীনিবাসেও পর্যায়ক্রমে পাঠাগার তৈরির কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

ছোটবেলা থেকেই বই পড়ার খুব নেশা ছিল জানিয়ে অধ্যক্ষ বলেন, বই ছিলো আমার জীবনের সঙ্গী। তিনি আফসোস করে বলেন, বর্তমান সময়ের নতুন প্রজন্ম ডিজিটালাইশনে উদ্বুদ্ধ হয়ে বই পড়ায় নেই তেমন কোন আগ্রহ। তাই আমি বলবো ডিজিটালাইশনের পাশাপাশি বই পড়ার প্রতিও আগ্রহ থাকতে হবে। বইকে ভালবাসতে হবে।’

র‍্যালিতে আরো যারা উপস্থিত ছিলেন,  কলেজের উপাধ্যক্ষ আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল প্রমুখ।

নবীনতর পূর্বতন