রামায়ণ কুইজ প্রতিযোগীতায় বিজয়ী দুই মুসলিম ছাত্র

আরও পড়ুন

রামায়ণ কুইজ প্রতিযোগীতায় বিজয়ী দুই মুসলিম ছাত্র
কুইজ বিজয়ী দুই ছাত্র মো. জাবির পি কে (বাঁয়ে) ও মো. বাসিত এম। ছবি : সংগৃহীত


ভারতের কেরালার বিখ্যাত প্রকাশনী ‘ডিসি বুকস’ আয়োজিত রামায়ণ বিষয়ক কুইজে বিজয়ী হয়েছেন দুই মুসলিম ছাত্র। কুইজ বিজয়ীরা হলেন, মালাপ্পুরাম জেলার মো. জাবির পি কে ও মো. বাসিত এম।

এ বছরের রামায়ণ মাস উদ্‌যাপন উপলক্ষ্যে ২৩ থেকে ২৫ জুলাই কেরালা রাজ্যজুড়ে অনলাইন কুইজের আয়োজন করা হয়। পাঁচ বিজয়ীর মধ্যে শীর্ষে এ দুজনের নাম থাকায় এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের জাতীয় অনেক সংবাদমাধ্যমে তাঁদের নিয়ে প্রতিবেদন হয়েছে। এ দুজন ছাড়া অপর তিন জন হলেন—অবিরাম এম পি, নিতু কৃষ্ণ ও নবনীত গোপান।

জাবির সমাজবিজ্ঞানে স্নাতক শেষ করে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর করছেন। আর, বাসিত মনোবিজ্ঞানে স্নাতক পড়ছেন। বাসিতও ইসলামিক স্টাডিজ কোর্স করছেন।

সংস্কৃতের পাশাপাশি মালয়ালাম ভাষায়ও রামায়ণ পড়েছেন জাবির ও বাসিত। এ কারণে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের মহাগ্রন্থটির বিভিন্ন বিষয়ে ভালো জানেন।

সংবাদ সংস্থা পিটিআইকে জাবির বলেন, সব ভারতীয়র উচিত রামায়ণ ও মহাভারত পড়া উচিত। এগুলো দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের অংশ। আমি বিশ্বাস করি, এগুলো বুঝতে পারা ও শেখা আমাদের দায়িত্ব।’ 

Post a Comment

নবীনতর পূর্বতন