২৫ আগস্টের মধ্যে অধিভুক্ত সাত কলেজ এর 'খ' ইউনিট এর ফল

আরও পড়ুন

'B' Unit Results of Dhaka University 7 Affiliated Colleges by August 25
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ 


আগামী বৃহস্পতিবারের (২৫ আগস্ট) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ এর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক প্রথম বর্ষের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।

এর আগে গত শুক্রবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত  রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৩ হাজারের বেশি শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

$ads={1}
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অধিভুক্ত সাত কলেজ এর 'খ' ইউনিটের পরীক্ষার্থীদের ওএমআর শিট ইতোমধ্যে চলে এসেছে। রবিবার থেকে ফল তৈরির কাজ শুরু হবে। কয়েকটি ধাপে ফল তৈরির কাজ করা হবে। সেজন্য ফল তৈরিতে কিছুটা সময় লাগবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবি অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির রবিবার থেকে ফল তৈরির কাজ শুরু হবার আশাবাদ ব্যক্ত করে বলেন,  আশা করছি চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করতে পারব। 

$ads={2}
অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ভর্তি পরীক্ষা হওয়া কেন্দ্র গুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

Post a Comment

নবীনতর পূর্বতন