অধিভুক্ত সাত কলেজের 'বি' ইউনিটের প্রশ্ন সমাধান

আরও পড়ুন

'B' Unit Question Solutions of Affiliated 7 Colleges
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৯ আগস্ট)। 

ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে ঢাকা কলেজে মোট আসন সংখ্যা ১৫৪২টি। ইডেন মহিলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২১০৪টি। সরকারি তিতুমীর কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ২২৮৭টি। 

কবি নজরুল সরকারি কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১১৩৪টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৮৫৫টি। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৭৬৪টি। সরকারি বাঙলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১০১৭টি। 

ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। মোট ১০০টি প্রশ্নের জন্য পূর্ণমান ১০০। এর মধ্যে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এ তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন ছিল।

তিন বিষয়ের নম্বর বণ্টন হলো বাংলা ২৫; ইংরেজি ২৫; সাধারণ জ্ঞান ৫০; (সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে)।

$ads={1}

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন ও প্রশ্নের সমাধান নিচে দেয়া হলো:


বাংলা অংশ 

১। ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা’। উক্তিটি -- : উত্তর: উমিচাঁদের

২। তাই তারা ছোটে,' 'ছোটে' কেন? - : উত্তর: জীবিকার জন্য

৩। সংলাপনির্ভর রচনা কোনটি? : উত্তর: তাহারেই পড়ে মনে

৪। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় প্রতিফলিত হয়েছে - : উত্তর: দেশাত্মবোধ

৫। ‘বিস্মিত’ শব্দের প্রমিত উচ্চারণ : উত্তর: বিশশিঁতো

৬। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় : উত্তর: কেবলমাত্র

৭। জীবনের জন্য বৃক্ষের দিকে তাকাও। কী ধরনের বাক্য?

৮। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশে ‘বাসবত্রাস’ বলা হয়েছে : উত্তর: মেঘনাদকে

৯। ‘Waste not, want not.’ বাক্যের বঙ্গানুবাদ : উত্তর: অপচয় করো না, অভাবও হবে না।

১০। Genocide -এর বাংলা পরিভাষা : উত্তর: গণহত্যা

১১। ‘সূর্য’ শব্দের সমার্থক হলো : উত্তর: অর্ক

১২। ইন্দ্রিয়কে জয় করেছে যে : উত্তর: জিতেন্দ্রিয়

১৩। ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিলেন : উত্তর: বিনুদাদা

১৪। ‘রেইনকোট’ গল্পে "মিসক্রিয়েন্ট' বলতে বোঝানো হয়েছে – : উত্তর: মুক্তিযোদ্ধাদের

১৫। ‘অলখ’ শব্দের অর্থ হলো : উত্তর: অলক্ষ

১৬। ‘ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?’ উক্তিটি যার : উত্তর: রহিমা

১৭। শুদ্ধ বানান কোনটি? : উত্তর: ইতিমধ্যে, ইতঃপূর্বে, উপরোক্ত

১৮। ‘হাসপাতাল’ শব্দটি যে ভাষা থেকে এসেছে? : উত্তর: ইংরেজি

১৯। নিচের যে শব্দটি উপসর্গযোগে গঠিত : উত্তর: নয় B অনিন্দ্য C আবেগ অবোলা ইদানীং

২০। ‘মোদাচ্ছের’ কথাটির অর্থ : উত্তর: নাম না-জানা

২১। অনশনরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদ ইচ্ছে করেই কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতেন; কারণ এতে : উত্তর: ফুডভ্যালু নেই

২২। শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জনবর্ণে যুক্ত ‘ব’-ফলা : উত্তর: উচ্চারিত হয় না

২৩। সবচেয়ে বড় দাসত্ব কোনটি? : উত্তর: পরাবলম্বন

২৪। 'ব্যাঙের সর্দি' বাগধারাটির অর্থ : উত্তর: অসম্ভব বিষয়

২৫। ‘নিমরাজি’ শব্দে ‘নিম’ যে অর্থে ব্যবহৃত হয়েছে : উত্তর: আংশিক

$ads={2}

ইংলিশ অংশ

1. It has been drizzling …… moming.

     Answer: since 

2.  I don't see Meena anywhere; she early.

     Answer: must have left 

3. You are fully aware the events.

     Answer: of

4.  Two-third of the work ….. finished.

     Answer: has been 

5.  The flood caused much damage ….. crops.

      Answer: to 

6.  The synonym of the word 'confinement' is

      Answer: isolation 

7. Find the word which is in plural form 

      Answer: Syllabi 

8. Use the right form of verb: Once the youth (be) fond of football

      Answer: were 

9. The meaning of 'null and void' is

      Answer: invalid 

10. The adverb form of "base" is

      Answer: Basically 

11. William Wordsworth is a poet of -

      Answer: nature 

12. Nadine Gordimer said, "He is at the epicenter of our time." Here 'He' refers to

     Answer: Nelson Mandela

13. The past form of the word 'beat' is

     Answer: beat 

14. Change into passive: who killed the bird?

     Answer: By whom was the bird killed? 

15. Hearing of the case will be next week. The boldfaced word is a/an

     Answer: noun

16. The story "Photograph" depicts

    Answer: a brave woman 

17. Change into indirect speech: My colleague said to me, ‘Without traffic it will take 15 minutes to go.’

      Answer: My colleague told me that it would take 15 minutes to go without traffic

19. Pandas are the victim of

      Answer: Climate Change 

20. Translate, ‘পদ্মা সেতু দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু’ 

      Answer: Padma Bridge is the second largest bridge in South Asia.

21. Choose the correct sentence

    Answer: The sun having risen, the fog disappeared.

22. The Rime of the Ancient Mariner is a poem by A William Wordsworth

Answer: S. T. Coleridge

23. Complete the sentence: There may come a time when we will cry for water and find it nowhere unless we.....

Answer: Take Care of our rivers

24. Change into negative: I want only a pen. -

Answer: I want nothing but a pen.

25. In Langston Hughes's poem "Dreams", "Life' is not compared with

Answer: Morning Glow 


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ এর কলা ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান:


'B' Unit Question Solutions of Affiliated 7 Colleges
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ এর ভর্তি পরীক্ষার বি ইউনিটের প্রশ্ন সমাধান ১


'B' Unit Question Solutions of Affiliated 7 Colleges
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ এর ভর্তি পরীক্ষার বি ইউনিটের প্রশ্ন সমাধান ২


'B' Unit Question Solutions of Affiliated 7 Colleges
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ এর ভর্তি পরীক্ষার বি ইউনিটের প্রশ্ন সমাধান ৩


'B' Unit Question Solutions of Affiliated 7 Colleges
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ এর ভর্তি পরীক্ষার বি ইউনিটের প্রশ্ন সমাধান ৪


Post a Comment

নবীনতর পূর্বতন