কওমি মাদ্রাসায় বেশিরভাগই গরিব ঘরের সন্তানরা পড়ে : জাফর ইকবাল

আরও পড়ুন

Qaumi Madrasa mostly attended by children from poor families: Zafar Iqbal
বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক জাফর ইকবাল : ফাইল ছবি


কওমি মাদরাসায় বেশিরভাগই গরিবদের ছেলেমেয়েরা পড়ে। শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই পড়ালেখা শেষ করতে পারে না। এখান তাই আমাদের এ দিকে বেশি মনোযোগ দিতে হবে। কথাগুলো বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

$ads={1}
রোববার (২১ আগস্ট) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত ‘শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ’ শীর্ষক ওয়েবিনারে তিনি একথা বলেন।

জাফর ইকবাল আরও বলেন, তাদেরকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে মাদরাসার শিক্ষার্থীরা যেন প্রযুক্তিবান্ধব হিসেবে বেড়ে ওঠে সে জন্যও পদক্ষেপ নিতে হবে। 

$ads={2}
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সঞ্চালনায় ওয়েবিনারে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, নাট্যজন রামেন্দু মজুমদার, সিনিয়র সাংবাদিক আবেদ খান, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত সরকার।

Post a Comment

নবীনতর পূর্বতন