এনজিওতে চাকরি : ইসলাম কি বলে?

আরও পড়ুন


প্রশ্ন : এনজিওতে চাকরি করার বিষয়ে ইসলাম কি বলে? এনজিওতে চাকরি করা বেতনের টাকা হারাম হবে নাকি হালাল হবে?


উত্তর : এনজিও মাত্রই হারাম কার্যক্রম করে এমন তো নয়। যদি এনজিওটি বৈধ কাজ ও হালাল লেনদেন করে, তাহলে তাতে চাকরি করাও জায়েজ হবে। আর যদি এনজিওর কাজ ও লেনদেন হারাম হয়, তাহলে এতে চাকরি করে অর্জিত টাকাও এইরকমই হবে। 

আরও বিস্তারিত জানতে দেখুন -




উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।

Post a Comment

নবীনতর পূর্বতন