পরীক্ষায় অসদুপায় এর দায়ে ঢাবি ও অধিভুক্ত কলেজের ৪৪ শিক্ষার্থীকে শাস্তির সুপারিশ

আরও পড়ুন

পরীক্ষায় অসদুপায় এর দায়ে ঢাবি ও অধিভুক্ত কলেজের ৪৪ শিক্ষার্থীকে শাস্তির সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত কলেজের ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের এক সভায় এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ৪৪ জন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থী।

তিনি বলেন, 'পরীক্ষায় অসদুপায় গ্রহণের দায়ে ৪৪ জন শিক্ষার্থীকে দণ্ড দেওয়া হয়েছে। তাদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও আছে।'

শৃঙ্খলা পরিষদ যে সুপারিশ করে সেটি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চূড়ান্ত হয় বলে জানান তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন