খাঁচায় বন্দি করে পাখি পালন : ইসলাম কি বলে?

আরও পড়ুন

খাঁচায় বন্দি করে পাখি পালন : ইসলাম কি বলে?
খাঁচায় পাখি পালন © 7College.press

প্রশ্ন : শখের বশে বা বাচ্চাদের বিনোদনের জন্য বাসা-বাড়িতে খাঁচায় বন্দি করে পাখি পোষা সম্পর্কে ইসলামের বিধান কী? এবং এ বিষয়ে কোরআন-হাদিসে উৎসাহ প্রদানের কথা আছে কি?
আব্দুল মজিদ, কুমিল্লা

উত্তর ১ : খাঁচায় বন্দি করে পাখি পোষা সম্পর্কে কোরআন-হাদিসে কোনো প্রকার উৎসাহ প্রদান করা হয়নি।
তবে তাকে কোনো কষ্ট না দেওয়া এবং খাবারদাবারের প্রতি যত্নবান হওয়ার শর্তে ইসলামী আইনজ্ঞরা জায়েজ বলেছেন। (বুখারি, হাদিস : ৬২০৩, ফাতহুল বারি : ১০/৭১৫, রদ্দুল মুহতার : ৬/৪০১)

পাঠকদের সুবিধার্থে আরও তথ্যসূত্র সংযোজন করা হলো: 


২। দেশ রূপান্তর - খাঁচায় পাখি পালন।



৫। দৈনিক কালের কণ্ঠ - খাঁচায় পাখি পালনের বিধান





Post a Comment

নবীনতর পূর্বতন