সাধারণ জ্ঞান - সাম্প্রতিক বিশ্ব (জানুয়ারি ২০২০)

আরও পড়ুন


বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন ব্যাংক, শিক্ষক, বিসিএস  সরকারি-বেসরকারি সব চাকরি পরীক্ষাতে জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়ের উপর থাকে কিছু প্রশ্ন। ২০২০ সালে জানুয়ারি মাসে ঘটে যাওয়া তেমনই কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে আজকের প্রশ্ন-উত্তর পর্ব সাজানো হয়েছে।


প্রশ্ন: ৩ জানুয়ারি ২০২০ মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যায় ব্যবহৃত মার্কিন ড্রোনের নাম কী?
উত্তর: MQ-9 Reaper

প্রশ্ন: ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর হয় কবে?
উত্তর: ১০ জানুয়ারি ২০২০

প্রশ্ন: গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তর: একাতিরিনি সাকেল্লারোপাউলো

প্রশ্ন:  হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড (Avangard) কোন দেশের তৈরি?
উত্তর: রাশিয়া

প্রশ্ন: ওমানের বর্তমান সুলতানের নাম কী?
উত্তর: হাইতাম বিন তারিক আল-সাইদ

প্রশ্ন:  বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকারপ্রধান কে?
উত্তর: সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়া)

প্রশ্ন:  রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: মিখাইল মিশুস্তিন

প্রশ্ন: দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্র্রী কে?
উত্তর: চুং সি কিউন

প্রশ্ন: SAARC’র ১৪তম মহাসচিব কে?
উত্তর: এসালা ওয়েরাকুন (শ্রীলংকা)

প্রশ্ন:  ১৪ জানুয়ারি ২০২০ UNICEF’ এর নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উত্তর:  রাবাব ফাতিমা

প্রশ্ন: এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ৭৬টি

প্রশ্ন:  ২৮ ডিসেম্বর ২০১৯ কোন দেশ AII ‘র ৭৬তম সদস্যপদ লাভ করে?
উত্তর: আলজেরিয়া

প্রশ্ন:  আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১২৩টি

প্রশ্ন:  ফেব্রুয়ারি ২০২০ কোন দেশ ICC’র ১২৩তম সদস্যপদ লাভ করে?
উত্তর: কিরিবাতি

প্রশ্ন:  বিশ্ব পর্যটন সংস্থার (UNWTO ‘র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৫৯টি

প্রশ্ন:  ১ জানুয়ারি ২০২০ কোন দেশ UNWTO’র ১৫৯তম সদস্যপদ লাভ করে?
উত্তর: পালাউ

প্রশ্ন:  ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (IFRCS) – এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৯২টি

প্রশ্ন:  ৫ ডিসেম্বর ২০১৯ কোন দেশ IFRCS’র ১৯২তম সদস্যপদ লাভ করে?
উত্তর: ভুটান

প্রশ্ন:  ২০১৯ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: নরওয়ে

প্রশ্ন:  ২০১৯ সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: উত্তর কোরিয়া

প্রশ্ন: ২০১৯ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৮০তম

প্রশ্ন: শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: সোমালিয়া

প্রশ্ন: কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক ও নিউজিল্যান্ড

প্রশ্ন: নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৪তম

প্রশ্ন: ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৪৬তম

প্রশ্ন: ২০১৯ সালের ICC’র বর্ষসেরা ক্রিকেটার কে?
উত্তর: বেন স্টোকস (ইংল্যান্ড)

প্রশ্ন: ২০১৯ সালের ICC ‘র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে?
উত্তর: প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

প্রশ্ন: ২০১৯ সালের ICC ‘র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কে?
উত্তর: রোহিত শর্মা (ভারত)

নবীনতর পূর্বতন