সাত কলেজে একই নম্বর পেয়ে প্রথম হয়েছেন তিনজন, পাসের হার ৬১ শতাংশ

আরও পড়ুন

সাত কলেজে একই নম্বর পেয়ে প্রথম হয়েছে৷ তিনজন, পাসের হার ৬১ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় একই নাম্বার হয়ে প্রথম হয়েছেন তিনজন।

বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪ টার পর প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য উঠে আসে। ফলাফলে দেখা যায়, ভর্তি পরীক্ষায় একই নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন তিনজন। প্রথম হওয়া তিনজনের মধ্যে দুইজন ছেলে এবং একজন মেয়ে। ভর্তি পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বর ৯১।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে আরও পাওয়া যায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৯ হাজার ৫১৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৩ হাজার ৫৩৭ জন। এদের মধ্যে পাস করেছেন ২০ হাজার  ৪৭৭ জন। পাসের হার ৬১ দশমিক ১ শতাংশ।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। তিনি বলেন, সাত কলেজের বিজ্ঞান ইউনিটের সার্বিক ফলাফল সন্তোষজনক। শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে, গত শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর ১৪টি কেন্দ্রে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  হয়েছে৷ এতে প্রায় শতকরা ৮৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, এবার বিজ্ঞান অনুষদে  আসনের ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭ টি ৷ 

Post a Comment

নবীনতর পূর্বতন