উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা : নেদারল্যান্ডসে পড়াশোনা ও স্কলারশিপ এর আদ্যোপান্ত

আরও পড়ুন

উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা : নেদারল্যান্ডসে পড়াশোনা ও স্কলারশিপ এর আদ্যোপান্ত
নেদারল্যান্ডসে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী : ছবি - ইন্টারনেট

বিদেশে উচ্চশিক্ষা কেবল জ্ঞানার্জন নয়, ব্যক্তিজীবনের জন্য বিশাল এক অভিজ্ঞতা। বাংলাদেশের অনেকেই বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে আগ্রহী। শিক্ষাব্যবস্থার উন্নত মান ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চাহিদার জন্য হল্যান্ড, বাংলাদেশি ছাত্রদের জন্য একটি ভালো গন্তব্য হতে পারে।

নেদারল্যান্ডস, উত্তর-পশ্চিম ইউরোপের একটি দেশ, যার আরেক নাম হল্যান্ড। নেদারল্যান্ডস এর রাজধানী আর্মস্টারডাম। “নেদারল্যান্ডস” কথাটির আক্ষরিক অর্থ হল “নিম্নভূমি”। এর নামকরণটি যথার্থ, কারণ দেশটির মাত্র ৫০% ভূখণ্ড সমুদ্র সমতলের ১ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। তাদের প্রধান জাতীয় ভাষা ডাচ। তবে বেশিরভাগ নাগরিকই ইংরেজি ভাষা জানেন। এছাড়া ফ্রিশিয়ান এবং পাপিয়ামেন্টু ভাষারও প্রচলন আছে।  ইংরেজি ভাষার প্রতি তাদের প্রধান আগ্রহের কারণ হিসেবে বিবেচনা করা যায় আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরতাকে।

২০০৯ সালের সরকারি হিসেবে নেদারল্যান্ডসের জনসংখ্যা ১৬,৪৯১,৮৫২ জন। নেদারল্যান্ডস ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গকিলোমিটারে ৪১৫ জনের বাস। নেদারল্যান্ডস ইউরোপের ১১তম বৃহৎ জনসংখ্যা সমৃদ্ধ ও পৃথিবীর ৬১তম দেশ। ২০০৮ সালে নেদারল্যান্ডসে জনসংখ্যা বৃদ্ধির হার ০.৪৩৬%। জিডিপি (পিপিপি) ৫৩,১৪৯ ইউএস ডলার যা বিশ্বে ১৩তম সর্বোচ্চ। দেশটির মুদ্রা ইউরো। হল্যান্ড ইউরোপের সেঞ্জেনভূক্ত একটি দেশ।

$ads={1}

নেদারল্যান্ডসে কেন পড়তে যাবেন?

নেদারল্যান্ডস এ প্রতি ৮ জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী বিদেশী। এদেশে প্রায় ১,২২,০০০ বেশি বিদেশি শিক্ষার্থী রয়েছেন এবং প্রতিবছর এই সংখ্যাটি বাড়ছে। এবং নেদারল্যান্ডসে রয়েছে বিশ্ব র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা কিছু বিশ্ববিদ্যালয়। তাই চাইলে আপনিও উচ্চশিক্ষার জন্য নেদারল্যান্ডস কে বেছে নিতে পারেন।  


নেদারল্যান্ডসে পড়তে যাবার জন্য নূন্যতম যোগ্যতা:

আপনি অল্প IELTS নিয়ে আবেদন করতে পারবেন। আপনি যদি সচরাচর IELTS ৬ পেয়ে থাকেন তাহলে সরাসরি অনার্স, ৬.৫ থাকলে masters এবং ৭ থাকলে PhD কোর্সের জন্য সরাসরি আবেদন করতে পারবেন। আপনার IELTS স্কোর যদি ৫.৫ বা ৫ থাকে তাহলে ৬ মাস অথবা ১ বছরে premasters অথবা প্রিপেটরী কোর্স করেও admission পেতে পারেন।

উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা : নেদারল্যান্ডসে পড়াশোনা ও স্কলারশিপ এর আদ্যোপান্ত
নেদারল্যান্ডস বিদেশি শিক্ষার্থী : ছবি - সংগৃহীত 


নেদারল্যান্ডসে কোন কোন ডিগ্রি নিয়ে পড়া যায়:

আপনি স্নাতক, ডিপ্লোমা, মাস্টার্স, পিএইচডি যে বিষয়েই পড়তে চান না কেন, হল্যান্ডে সব ধরনের প্রোগ্রামই রয়েছে। সাধারণত ব্যাচেলর কোর্স (৩-৪ বছর মেয়াদী), মাস্টার্স কোর্স (১-২ বছর মেয়াদী), পিএইচডি কোর্সগুলো ৩-৫ বছর মেয়াদী হয়ে থাকে।


নেদারল্যান্ডসে কোর্স বাছাই ও বিশ্ববিদ্যালয় নির্বাচন:

এই দেশে আপনি পড়তে পারবেন মেডিসিন, কার্ডিওলজি, এনাটমি, ফার্মেসি রেডিওলজি, সার্জারি, মেডিকেল, ডেন্টিস্ট্রি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, আর্বানাইজেশন, ফরেস্ট্রি, হিস্ট্রি, লিটারেচার, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস এডমিনস্ট্রেশন(BBA), ইকোলজি, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, ফাইন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, দর্শন, আইন, সোশ্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, বিল্ডিং ইন্ডাস্ট্রি, জার্নালিজম, অডিওভিজ্যুয়াল মিডিয়া, মিউজিক, ইনফরমেশন সায়েন্স ইত্যাদি বিষয়ে।

নেদারল্যান্ডসে কোর্স বাছাই এর জন্য আপনি সাহায্য নিতে পারেন নিচের ওয়েবসাইটেরঃ

https://www.studyfinder.nl/


ইউনিভার্সিটি সিলেকশন:

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে ২ বার অর্থাৎ ২ টি সেশনে আবেদন করার সুযোগ থাকে। একটি Winter Session, যার আবেদনের সময় সেপ্টেম্বর-ডিসেম্বর/জানুয়ারী আর অপরটি, Summer Session যার আবেদনের সময় ফেব্রুয়ারী-জুলাই/আগস্ট পর্যন্ত।

নেদারল্যান্ডস এর কিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা:

  • হল্যান্ডের শীর্ষ কয়েকটি ইউনিভার্সিটি হচ্ছে- 
  • ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলোজি 
  • ইউনিভার্সিটি অব আর্মস্টারডাম
  • এইন্ডোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি
  • লাইডেন ইউনিভার্সিটি
  • ইউট্রেট ইউনিভার্সিটি
  • গ্রোনিনগেন ইউনিভার্সিটি।


নেদারল্যান্ডস এ বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা ও প্রয়োজনীয় ডকুমেন্টস:

নেদারল্যান্ডস এর ইউনিভার্সিটিগুলোতে বছরে ২ বার আবেদন করা যায় অর্থাৎ ২ টি সেশন। একটি উইন্টার যার আবেদনের সময় সেপ্টেম্বর-ডিসেম্বর/জানুয়ারী এবং সামার যার আবেদনের সময় ফেব্রুয়ারী-জুলাই/আগস্ট পর্যন্ত।

আবেদনের প্রয়োজনীয় কাগজগুলো হলো নিম্নরুপ-

১। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট

২। IELTS সার্টিফিকেট

৩। জন্ম সনদ ( অবশ্যই ইংরেজিতে হতে হবে )

৪। ব্যাংক স্পন্সর লেটার

৫। পুলিশ ক্লিয়ারেন্স লেটার

৬। মেডিকেল সার্টিফিকেট

৭। রিকমেন্ডশন লেটার দুইটি

৮। মোটিভেশনাল লেটার


নেদারল্যান্ডস এ পড়াশোনার খরচ ( টিউশন ফি) ও স্কলারশিপ: 

ব্যাচেলর বা অনার্সে পড়ার জন্য টিউশন ফি বছরে ৬০০০ থেকে ১৫০০০ ইউরো লাগতে পারে। তাই ভাল হয় স্কলারশিপ নিয়ে পড়া বা শুধু মাস্টার্সের জন্য আসা কারণ তা না হলে একটি চার বছর ব্যাচেলর শেষ করা এবং নিজের খরচ চালানো আপনার জন্য খুব কঠিন হবে। কারণ ব্যাচেলর এর অধ্যয়ন এর জন্য বৃত্তির সুযোগ খুবই কম।

$ads={2}

মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি বছরে ৮,০০০ – ২০,০০০ ইউরো। হল্যান্ডে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ রয়েছে যেগুলি তারা স্নাতক পর্যায়ে ভাল ফলাফল ও GMAT (এটি প্রোগ্রামের উপর নির্ভর করে) এর উপর ভিত্তি করে প্রদান করে। পাশাপাশি ইরাসমাস ও নফিক স্কলারশিপের মতো ডাচ সরকার কর্তৃক প্রদত্ত কিছু স্কলারশিপ রয়েছে।

এখানে স্কলারশিপের পূর্ণ তালিকা পাবেন, দেখে নিতে পারেন– https://www.studyinholland.nl/scholarships/highlighted-scolarships


নেদারল্যান্ডস এ আর্থিক স্বচ্ছলতার প্রমাণ:

আপনার আর্থিক স্বচ্ছলতার প্রমাণ স্বরূপ আপনাকে বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক একাউন্টে ১০,০০০ ইউরো Transfer করাতে হবে অথবা খরচ করার ব্যাংক গ্যারান্টি দিতে হতে পারে। তবে চিন্তার কিছু নেই- নেদারল্যান্ডসে বসবাসের জন্য আপনার খরচ এই অঙ্কের অনেক কম। আর চাইলে এই অর্থ আপনি পরে তুলে নিতে পারবেন।

উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা : নেদারল্যান্ডসে পড়াশোনা ও স্কলারশিপ এর আদ্যোপান্ত
নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা নিতে আসা বিদেশি শিক্ষার্থী : ছবি - সংগৃহীত 


নেদারল্যান্ডস এ ভিসা আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • আন্তর্জাতিক পাসপোর্ট।
  • প্রত্যয়ন বা প্রশংসাপত্র অথবা ইউএসই ফলাফল ইংরেজি বা ডাচ ভাষায় অনুবাদ করা হয়েছে এমন। 
  • স্কুল থেকে অনার্স পর্যন্ত বা সর্বশেষ শ্রেণীর সকল সার্টিফিকেট ও মার্কশীট। 
  • এই বিশেষ বিশ্ববিদ্যালয় এবং এই প্রোগ্রামটি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে একটি চিঠি, ভবিষ্যতের পরিকল্পনা এবং নিজের সম্পর্কে একটি গল্প বর্ণনা করে।
  • জীবনবৃত্তান্ত, যা শিক্ষা প্রতিষ্ঠান বা কাজের জায়গার সমস্ত পরিচিতি থাকবে।
  • ভাষার দক্ষতা সার্টিফিকেট।
  • জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র (অপস্টিলড) - আসল। কিছু ক্ষেত্রে, সত্যায়িত কপি।


নেদারল্যান্ডস এ আবাসন ব্যবস্থা ও জীবন-যাপন খরচ:

মজার ব্যাপার হচ্ছে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ঐ বিশ্ববিদ্যালয়ই আপনার হয়ে আপনার রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবে। আপনাকে যা করতে হবে তা হল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করা। আপনার খরচ বাবদ আপনাকে বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক একাউন্টে ১০০০০ ইউরো স্থানান্তর করতে হবে এবং দেখাতে হবে। যাইহোক, হল্যান্ডে বাস করার জন্য এক বছরে এত খরচ হয় না। একটি ছাত্র শেয়ার ফ্ল্যাটে প্রতি মাসে ভাড়া ২৬০ – ৩৫০ ইউরো । আপনি যদি নিজে বাড়িতে রান্না করতে পারেন তাহলে আপনার মাসে খাওয়া বাবদ ৩০০ ইউরোর চেয়ে বেশি খরচ হবে না। আপনাকে একটি স্বাস্থ্য বীমা করতে হবে যার পরিমাণ বছরে প্রায় ৪৮০ ইউরোর মত।

উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা : নেদারল্যান্ডসে পড়াশোনা ও স্কলারশিপ এর আদ্যোপান্ত
নেদারল্যান্ডসে বিদেশি শিক্ষার্থী : ছবি - সংগৃহীত


নেদারল্যান্ডস এ পার্ট টাইম জব এর সুযোগ:

একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আপনি সপ্তাহে ১৬ ঘণ্টা কাজের অনুমতি পাবেন। হল্যান্ডে পার্ট টাইম জব পাওয়া বেশ কঠিন। অধিকাংশ কাজ রেস্টুরেন্ট এর মধ্যে। ভাষা একটি সমস্যা। যে কোন কাজের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কাজ করে পড়াশোনা ও নিজের খরচ বহন করা সম্ভব নয়। এছাড়া যদি আপনি আপনার পড়াশোনা পরিচালনা করতে না পারেন এবং ব্যর্থ হন, তাহলে আপনার রেসিডেন্স পারমিটটি হারানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।


পড়াশোনা শেষে কাজের সুবিধাঃ

একটি চাকরি খোঁজার জন্য পড়াশোনা শেষ করার পর হল্যান্ড আপনাকে এক বছরের ভিসা দিবে। যদি আপনি আইটি, প্রকৌশল এবং প্রযুক্তিগত সংক্রান্ত কোন বিষয়ে পড়ে থাকেন, তাহলে আপনাকে ডাচ ভাষা জানতে হবে না এবং হল্যান্ডের আইটি লোকেদের জন্য বিপুল চাহিদা রয়েছে। যারা অন্যান্য বিষয় অধ্যয়ন করছেন তাদের জন্য ভাষা জানা না থাকলে কাজ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হবে পড়াশোনা করা অবস্থায় ভাল নেটওয়ার্ক তৈরি করা, বিভিন্ন এক্সট্রা কারিকুলার কাজে যোগদান করা, হল্যান্ডের সংস্কৃতি ও লোকদের সম্পর্কে ভাল ধারণা নেওয়া।


নেদারল্যান্ডস এ স্থায়ী বসবাসের সুযোগ:

আপনি একটানা ৫ বছর বৈধভাবে নেদারল্যান্ডস এ থাকার পর স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। এই ৫ বছরের মধ্যে একটানা ৬ মাস বা তার বেশি সময় এবং ৩ বছরের মধ্যে ৪ মাস বা তার বেশি সময় নেদারল্যান্ডস এর বাইরে থাকলে আবেদনকারী অযোগ্য বলে বিবেচিত হবে। আর একটানা ৮ বছর থাকার পর ডাচ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে যদি পড়াশোনার জন্য (স্টুডেন্ট ভিসা) ৫ বছর থাকেন তাহলে সেখান থেকে অর্ধেক সময় (২.৫ বছর) ধরা হবে। সহজ ভাষায় বলি, আপনার শিক্ষা সময়কালের অর্ধেক সময় ধরা হবে।

বিস্তারিতঃ https://ind.nl/en/permanent-residence/Pages/default.aspx

নেদারল্যান্ডস এ পড়তে যাবার জন্য কিছু প্রয়োজনীয় ওয়েব সাইট এর ঠিকানা: 

উচ্চশিক্ষা বিষয়ক পোর্টালঃ https://www.studyinholland.nl/

ডাচ এমব্যাসি বাংলাদেশঃ http://www.netherlandsembassydhaka.org/



 

Post a Comment

নবীনতর পূর্বতন