চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিটের আসন বিন্যাস প্রকাশ, পরীক্ষা ২২ আগস্ট

আরও পড়ুন

Chittagong University 'D' Unit Seat Pattern Released, Exam 22 August
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ২২ আগস্ট চবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আজ শনিবার (২০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়। ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী চবিতে আসন রয়েছে চার হাজার ৯২৬টি। 

$ads={1}
জানা যায়, এবার চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী আবেদন করেছে। সে হিসেবে চবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ২৯ জন লড়বেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের আসন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের আসন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন

এর আগে, গত ১৬ আগস্ট (মঙ্গলবার) চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিটে প্রথম শিফটে এবং দুপুর ২টা ১৫ মিনিটে দ্বিতীয় শিফটে  অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় শতকরা ৬১ ভাগ শিক্ষার্থী অংশ নেয়।

$ads={2}
উল্লেখ্য, চবির ‘ডি’ ইউনিটের ১ হাজার ১৬০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছেন। সে হিসেবে 'ডি' ইউনিটের প্রতি আসনের বিপরীতে প্রার্থী আছেন ৩৪ জন। 

এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটে আসন রয়েছে ১২৫টি। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৭৯ জন। এই উপ–ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ১২.৬৩ জন। পরীক্ষা হবে ২৪ আগস্ট। ‘ডি-১’ উপ-ইউনিটে আসনসংখ্যা ৩০। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮১১ জন। এই উপ–ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থী ৬০ জন। পরীক্ষা হবে ২৪ আগস্ট।

Post a Comment

নবীনতর পূর্বতন