গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান

আরও পড়ুন

GST University 'C' Unit Admission Test Question Solution
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্নের সমাধান : ছবি - সংগৃহীত


আজ শনিবার (২০ আগস্ট) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০০ নাম্বারের এই পরীক্ষা এক ঘন্টাব্যাপী চলে। যা দুপুর ১২টা থেকে শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়।

গুচ্ছের গ ইউনিটের পরীক্ষায়  ৩ হাজার ৭০টি আসনের জন্য প্রায় ৪২ হাজার ভর্তিচ্ছুক শিক্ষার্থী আবেদন করে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৩ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষার বানিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিটের প্রশ্ন ও প্রশ্নের সমাধান নিচে দেয়া হলো:


বাংলা অংশ

১। “কিন্তু, মেয়ের বয়স যে পনেরো, তাই শুনিয়া মামার মন ভার হইল।" বাক্যটি কোন গল্প থেকে নেয়া হয়েছে? 
উত্তর: (D) অপরিচিতা

২। 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় জীবনানন্দ দাশ কোন দেশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র এঁকেছেন? 
উত্তর: (A) বাংলাদেশ

৩। দেশবিভাগের প্রতিফলন ঘটেছে কোন গল্পে?
উত্তর: (D) একটি তুলসী গাছের কাহিনি

৪। যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না।" এই উক্তিটি কার? 
উত্তর: (C) শেখ মুজিবুর রহমান

$ads={1}

৫। এ গানে মানুষে মানুষে সব ব্যবধান ঘুচে যাবে।" এখানে কোন গানের কথা বলা হয়েছে? 
উত্তর: (D) সাম্যের গান

৬। “তার দাম পাঁচশত ফ্রাঁর বেশি হবে না।" এখানে ফ্রাঁ বলতে কি বোঝানো হয়েছে?
উত্তর: (D) ফরাসির মুদ্রা

৭। 'লাল সালু' উপন্যাসে ধলা মিয়া কে?
উত্তর: (D) তানু বিবির বড় ভাই


৮। কোন গ্রন্থের রচয়িতা যতীন্দ্রনাথ সেনগুপ্ত নয়?
উত্তর: (D) শঙ্খ
৯। 'শ্রাবণ' শব্দের উচ্চারণ-
উত্তর: (B) স্রাবোন্ 

১০। 'চল্লিশের কোঠা' অর্থ-
উত্তর: (C) চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছর পর্যন্ত

১১। 'প্রদোষ' শব্দের 'প্র' উপসর্গ মূল শব্দের অর্থকে-
উত্তর: (D) পরিবর্তন করেছে

১২। কোনটি অশুদ্ধ রূপ নয়?
উত্তর: (B) সম্মাননীয় (C)

১৩। বাক্যে ‘তুর্কি-নাচন' কোন অর্থে ব্যবহৃত হয়? 
উত্তর: (A) হুলুস্থুল অবস্থা

১৪। “দোষ স্বীকার কর, তোমাকে শাস্তি দিব না।" এটি কোন ধরনের বাক্য? 
উত্তর: (C) যৌগিক বাক্য

১৫। কোনটি ‘উপচয়’ শব্দের সমার্থক নয়?
উত্তর: (D) উত্থাপন


ইংরেজি অংশ

1. The passage suggests that capitalism
Ans. (D) is making poverty long-lasting

2. What might be an appropriate title of the passage?
Ans. (B)Capitalism and Globalization

3. The passage implies that globalization has 
Ans. (C) allowed capitalism to flourish

4. What is the meaning of 'laissez-faire"?
Ans. (A)Absence of Government Control

5. What is an antonym for 'Inherent'?
Ans.  (D) External

6. The house is infested.........rats. 
Ans. (A)with

7. We should not yield.......any pressure.
Ans. (C) to

8. The opposite of 'Friendship' is 
Ans. (A) Enmity

9. "A poem begins in delight, and ends in wisdom," said by 
Ans. (B) Robert frost

10. He gave up..........after his brother's death in a road accident.
Ans. (A) traveling


$ads={2}
11. The word 'clinch' refers to
Ans. (A) confirm

12. One-third of the mangoes.........Rotten.
Ans. (D) are

13. Nelson Mandela was determined to...........down apartheid.
Ans. (D) bring

14. Choose the correct sentence:
Ans. (C) The man is addicted to gambling

15. He became rich overnight.... The underlined word is a/an....
Ans. (D) adverb

হিসাব বিজ্ঞান অংশ 

GST University 'C' Unit Admission Test Question Solution
গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের হিসাব বিজ্ঞান অংশের সমাধান


ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অংশ

GST University 'C' Unit Admission Test Question Solution
গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অংশের সমাধান


Post a Comment

নবীনতর পূর্বতন