ফল পুনঃনিরীক্ষণের সুযোগ পাবে গুচ্ছে ভর্তিচ্ছুরা

আরও পড়ুন

GST University admission candidates will get the opportunity to recheck the results
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়


গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দিয়ে যারা আশানুরূপ ফল পাননি তারা ফল পুনর্নিরীক্ষার সুযোগ পাবেন। আবেদন ফি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

$ads={1}
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিগগিরই এ বিষয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বিজ্ঞপ্তি জারি করবে। সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে। তিনদিন অথবা সাতদিন ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে।

আরও জানা যায়, ফল পুনর্নিরীক্ষার আবেদনকৃতদের ওএমআর শিট হাতে দেখা হবে। সফটওয়্যারের মাধ্যমে ফল দেখা হয়েছে। সেখানে কোনো ভুল নেই। তাই খাতা হাতে হাতে দেখা হবে। এটি কিছুটা সময় সাপেক্ষ হলেও এই পদ্ধতি অনুসরণ করা হবে।

$ads={2}
এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ফল পুনর্নিরীক্ষার সুযোগ দেওয়া হতে পারে। কতদিন সুযোগ দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের পরীক্ষা হয় ২৯ কেন্দ্রে। আর সবশেষ ২০ সি ইউনিটের পরীক্ষা হয় ২৫ কেন্দ্রে। সবগুলো পরীক্ষাই বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন