বেসরকারি শিক্ষক নিয়োগে বড় সুখবর, এক আবেদনেই চাকরি!

আরও পড়ুন

Great news for hiring private teachers, job in one application!
বেসরকারি শিক্ষক নিয়োগ


একটি মাত্র আবেদনের মাধ্যমে নিবন্ধনধারীদের চাকরির সুযোগ দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর আগে প্রার্থীদের একাধিক আবেদন করতে হত চাকরি নিশ্চিতের জন্যে।

$ads={1}
জানা যায়, আগে অনেক চাকরি প্রার্থী দুই-থেকে তিন হাজার আবেদন করেও চাকরি পাননি। গত দুইটি গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী চাকরি প্রার্থীরা এমন ভোগান্তির শিকার হন। যদিও এক আবেদন চাকরির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে একাধিক আবেদন করতে হয়। প্রাপ্ত নম্বর অনুযায়ী একজন নিবন্ধনধারী একটি প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন। তবে কতগুলো আবেদন করলে চাকরি নিশ্চিত হবে সেটি নির্দিষ্টভাবে বলতে না পারায় প্রার্থীদের একাধিক আবেদন করতে হত।

$ads={2}
আরও জানা যায়, নিবন্ধনধারীদের দীর্ঘদিনের দাবি ছিলো একটি আবেদনের মাধ্যমে চাকরির চাকরি নিশ্চিতকরণের। কারণ আবেদন ফি ১০০ টাকা হলেও হাজার হাজার আবেদন করার কারণে প্রার্থীদের ৩০ থেকে ৪০ হাজার  টাকা পর্যন্ত খরচ হত। নিবন্ধন সনদধারীদের এই দাবি আমলে নিয়েছে আলোচনা চালিয়ে যাচ্ছে এনটিআরসিএ।

নির্ভরযোগ্য সূত্র জানা যায়, এনটিআরসিএ’ এর প্রাথমিক আলোচনা অনুযায়ী একজন নিবন্ধনধারী গণিবিজ্ঞপ্তি প্রকাশের পর একটি আবেদনে ৪০টি প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। আবেদন ফি হবে এক হাজার টাকা। আবেদনের পর প্রাপ্ত নম্বর অনুযায়ী চাকরি প্রার্থী সুপারিশপ্রাপ্ত হবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ'র এক কর্মকর্তার মাধ্যমে জানা যায়, এ বিষয়ে টেলিটকের সাথে আলোচনা চলছে। একটি আবেদনের মাধ্যমে কীভাবে ৪০টি প্রতিষ্ঠান নির্বাচন করা হবে সেটি এখনো ঠিক করা সম্ভব হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।  

Post a Comment

নবীনতর পূর্বতন