প্রশ্ন ব্যাংক : সরকারি সাত কলেজ এর ২০২০-২১ সনের ভর্তি পরীক্ষার 'খ' ইউনিটের প্রশ্ন সমাধান

আরও পড়ুন

Question bank: Question solution of the 'B' unit of the 2020-21 admission test of Dhaka university affiliated government 7 colleges
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক


২০১৭ সালে ঢাকা শহরের ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভূক্তির পর থেকেই এসকল কলেজের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, সিলেবাস প্রণয়ন, শিক্ষার মানোন্নয়ন সহ সকল কার্যক্রম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এর কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত 'খ' ইউনিটে (B Unite) এর মানবণ্টন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ ই হয়ে থাকে। নিম্নে ইউনিট ভিত্তিক বিস্তারিত মানবণ্টন দেয়া হলো।
মানবিক (B- unit) :
১। বাংলা : ২৫ নাম্বার
২। ইংরেজি : ২৫ নাম্বার
৩। সাধারণ জ্ঞান : ৫০ নাম্বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদে (B - Unite) ভর্তি পরীক্ষার আবেদনের জন্য এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ দরকার হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ এর কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে কলেজ্ ও সাবজেক্ট ভেদে আসন সংখ্যা নিম্নে দেয়া হলো:

১. ঢাকা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা ১ হাজার ৫৪২টি। এরমধ্যে বাংলা বিভাগে ১৬০টি, ইংরেজি বিভাগে ১৯২টি, ইতিহাস বিভাগে ১৮০টি, দর্শন বিভাগে ১৪৪টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১০৪টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি, অর্থনীতি বিভাগে ১৮৮টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২১২টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০০টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৩২টি, মনোবিজ্ঞান বিভাগে ৩২টি, পরিসংখ্যান বিভাগে ৭ টি ও গণিত বিভাগে ১১টি আসন রয়েছে।

২. ইডেন মহিলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ১০৪টি। এরমধ্যে বাংলা বিভাগে ১৮৪টি, ইংরেজি বিভাগে ২৪০টি, ইতিহাস বিভাগে ১৯২টি, দর্শন বিভাগে ১৫২টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৯২টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১১২টি, অর্থনীতি বিভাগে ২৩২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২৪০টি, সমাজবিজ্ঞান বিভাগে ২২৪টি, সমাজকর্ম বিভাগে ২১৬টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৪২টি, মনোবিজ্ঞান বিভাগে ৩৫টি, পরিসংখ্যান বিভাগে ৩টি, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ৩০টি ও গণিত বিভাগে ১০টি আসন রয়েছে।

৩. সরকারি তিতুমীর কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ২ হাজার ২৮৭টি। এরমধ্যে বাংলা বিভাগে ২৪৮টি, ইংরেজি বিভাগে ২৯২টি, ইতিহাস বিভাগে ১৬৮টি, দর্শন বিভাগে ২০০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০৮টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১১৬টি, অর্থনীতি বিভাগে ৩০৪টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩২০টি, সমাজবিজ্ঞান বিভাগে ১৮৮টি, সমাজকর্ম বিভাগে ১৮৮ টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ১৮টি, মনোবিজ্ঞান বিভাগে ১৮টি, পরিসংখ্যান বিভাগে ৪টি ও গণিত বিভাগে ১৫টি আসন রয়েছে।

৪. কবি নজরুল সরকারি কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ১৩৪টি। এরমধ্যে বাংলা বিভাগে ১২০টি, ইংরেজি বিভাগে ১৬০টি, ইতিহাস বিভাগে ১২০টি, দর্শন বিভাগে ৯৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১২০টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১৬০টি, অর্থনীতি বিভাগে ১২০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১২০টি, আরবি বিভাগে ৮০টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৩৩টি ও গণিত বিভাগে ৫টি আসন রয়েছে।

৬. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৮৫৫টি। এরমধ্যে বাংলা বিভাগে ৮৮টি, ইংরেজি বিভাগে ৮৮টি, দর্শন বিভাগে ৮০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ৯৬টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি, অর্থনীতি বিভাগে ১২০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৩৬টি, সমাজকর্ম বিভাগে ১৩৬টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ২৫টি ও গণিত বিভাগে ৬টি আসন রয়েছে।

৬. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৭৬৪টি। এরমধ্যে বাংলা বিভাগে ৮০টি, ইংরেজি বিভাগে ৬৪টি, ইতিহাস বিভাগে ৪০টি, দর্শন বিভাগে ৪৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪৮টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৪০টি, অর্থনীতি বিভাগে ১৩২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৬৮টি, সমাজবিজ্ঞান বিভাগে ৭২টি, সমাজকর্ম বিভাগ ১০৮টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ২০টি, মনোবিজ্ঞান বিভাগে ২০টি, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ২০টি ও গণিত বিভাগে ৪টি আসন রয়েছে।

৭. সরকারি বাঙলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১০১৭টি। এরমধ্যে বাংলা বিভাগে ১৭৬টি, ইংরেজি বিভাগে ১৪৪টি, ইতিহাস বিভাগে ৯৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৮৮টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি, অর্থনীতি বিভাগে ১১২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৯৬টি, সমাজকর্ম বিভাগে ১১৬টি ও গণিত বিভাগে ৯টি আসন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

$ads={1}
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ২০১৮-২০১৯ সনের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'খ' ইউনিটের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও প্রশ্নের সমাধান। বাংলা অংশ..

০১. 'সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না ত,' উক্তিটি
ক. রাজবল্লভের
খ. জগৎশেঠের
গ. মীরজাফরের
ঘ. মিরনের
উত্তর: গ


০২. ভাষার অপপ্রয়োগের একটি দৃষ্টান্ত হলো -
ক. দৈন্যতা
খ. গীতাঞ্জলি
গ. সহযোগিতা
ঘ. সাক্ষ্য
উত্তর: ক


০৩. 'অজর' শব্দে 'অ' এর উচ্চারণ বিবৃত হওয়ার কারণ
ক. না-বোধকতা
খ. অভিশ্রুতি
ঘ. অপিনিহিতি
গ. স্বরসঙ্গতি
উত্তরঃ গ

৪. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়-
ক. বাঁধনহারা
খ. শিউলিমালা
গ. মৃত্যু-ক্ষুধা
ঘ. কুহেলিকা
উত্তরঃ খ

৫. “ Primitive ” শব্দের বাংলা পরিভাষা হলো
ক. অসীম
গ. আদিম
খ. অপরিসীম
ঘ. আমৃত্যু
উত্তরঃ গ

৬. মাকে নিয়ে অনুপম যাচ্ছিল –
ক. বিদেশে
খ. তীর্থে
গ. আত্মীয়ের বাড়ি
ঘ. গ্রামে
উত্তরঃ খ


৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণমালা তুলনীয় যার সাথে -
খ. নদী
ঘ. পর্বতমালা
খ. তীর্থে
ঘ. গ্রামে
উত্তরঃ গ

০৮. 'অরুণরাঙা' যে কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. রূপক
খ. মধ্যপদলোপী
গ. উপমান
ঘ. উপমিত
উত্তরঃ গ


০৯. যে বানানটি শুদ্ধ-
ক. বুভুক্ষু
গ. বৃক্ষু
খ. বুভূক্ষু
ঘ. বুভুক্ষু
উত্তরঃ ক

১০. 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতাংশে 'বাসবত্রাস' বলা হয়েছে
ক. বিভীষণকে
গ. লক্ষণকে
খ. মেঘনাদকে
ঘ. রামকে
উত্তরঃ খ

১১. 'সেই অস্ত্র' কবিতায় যে পৌরাণিক নগরের উল্লেখ রয়েছে
ক. রোম
গ. ট্রয়
খ. এথেন্স
ঘ. স্পার্টা
উত্তরঃ গ


১৩. ক্রিয়ার মূল অংশকে বলে-
ক. কর্ম
খ. ধাতু
গ. বিভক্তি
ঘ. প্রাতিপদিক
উত্তরঃ খ


১২. 'মন্বন্তর' এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
ক. মন + অন্তর
খ. মনু + অন্তর
ঘ. মনোঃ + অন্তর
গ. মনো+ অন্তর
উত্তরঃ খ

১৪. ‘পামর’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো-
ক. পাষাণ
খ. দয়ালু
গ. পুণ্যবান
ঘ. মহাত্মা
উত্তরঃ ঘ

১৫. ‘মাসি-পিসি' গল্পে ব্যবহৃত ‘পাঁশুটে’ শব্দের অর্থ
ক. ছাই বৰ্ণ
গ. নীল বর্ণ
খ. রক্তিম বর্ণ
ঘ. বেগুনি বর্ণ
উত্তরঃ ক


১৬. ‘টোপর' শব্দের উৎসভিত্তিক পরিচয় হলো
ক. তৎসম
খ. তদ্ভব
গ. দেশি
ঘ. বিদেশি
উত্তরঃ গ

১৭. 'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় কবি ‘প্রাণ স্বপ্ন’ কে রেখেছেন -
ক. ভয়াল ঘূর্ণিতে
খ. বঙ্গোপসাগরে
গ. গণমানবের বুকে
ঘ. নরদানবের মুখে
উত্তরঃ গ

১৮. 'Pros and cons'- এর বঙ্গানুবাদ হলো-
ক. সুবিধা-অসুবিধা
গ. লাভ-ক্ষতি
খ. কাছাকাছি
ঘ. আগে-পিছে
উত্তরঃ ক

১৯. শূন্যস্থান পূরণ কর: কহিল সে আঁখি তুলি.......দুয়ার গেছে খুলি”?
খ. দক্ষিণ
ঘ. পশ্চিম
ক. পূর্ব
গ. উত্তর
উত্তর: খ

২০. 'লালসালু' উপন্যাসের শুরুতেই মজিদ প্রবেশ করে-
ক. মতিগঞ্জে
খ. মধুপুরে
গ. আওয়ালপুরে
ঘ. মহব্বতনগরে
উত্তর: ঘ

২১. ‘দেউল' শব্দের অর্থ -
ক. দেবতা
খ. দেবালয়
গ. দেওয়াল
ঘ. দেহ
উত্তর: খ

২২. 'সকল শিক্ষকগণ আমন্ত্রিত’ বাক্যটির যে দোষে দুষ্ট
ক. আসত্তি
খ. আকাঙ্ক্ষা
ঘ. বাহুল্য
গ. যোগ্যতা
উত্তর: ঘ

$ads={2}

২৪. 'ঐকতান' কবিতাটি যে ছন্দে রচিত
ক. অক্ষরবৃত্ত
খ. স্বরবত্ত
গ. মাত্রাবৃত্ত
ঘ. গদ্যছন্দ
উত্তর: খ

২৩. এক কথায় প্রকাশ কর: যিনি অনেক দেখেছেন -
ক. সবজান্তা
গ. বহুমাত্রিক
খ. বহুদর্শী
ঘ. প্রত্যক্ষদর্শী
উত্তর: ক

২৫. নূরলদীনের ডাকে জেগে উঠেছিল
ক. গ্রামের মানুষ
গ. ছাত্রসমাজ
খ. নারীসমাজ
ঘ. প্রতিবাদী জনতা
উত্তর: ঘ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ২০২০-২০২১ সনের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'খ' ইউনিটের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও প্রশ্নের সমাধান। ইংরেজি অংশ..


1. The word 'fierce' means-
A. fearful
B. ferocious
C. timid
D. modest
Ans. B


2. Bangladesh is blessed......huge water resources.
A. with
B. for
C. in
D. from
Ans. A

3.I wish I.......... the piano.
A. should play
B. may play
C. might play
D. could play

Ans. D


4.If I.......a king, Icould....the poor.
A. were, feed
C. were, help
B. was, help
D. be, assist

Ans. C


5. He puled the boy by.....ear.
A. her
B. one's
C. an
D. the

Ans.D


6. The antonym ofthe word 'artificial' is-
A. offended
B. normal
C. current
D. natural
Ans. D

7. Find the word which is in singular form
A. agenda
B. data
C. bacteria
D. crisis

Ans.D

8. Use the right form of verb: She never (eat) anything in luncheon.
A. eat
B. eating
C. been eating
D. eats

Ans. D


9. The meaning of 'in anutshel' is
A. in brief
B. likely
C. in afix
D. in fulfillment

Ans. A


10. Make it negative: He always obeys his superiors.
A. He does not obey his superiors.
B.He is not obeying his superiors.
C.He never disobeys his superiors.
D.He never obeys his superiors.

Ans. C


11. Kuakata is locally known as-
A. sagar pori
B. Sagar Kannya
C. Sagar Rupa
D. Sagar Labony

Ans.B

12. Choose the correct spelling
A. aknowledgement
B. acknowledgement
C. aknowlegment
D. acknowlegdment

Ans. B


13. A bolt from the blue' refers to
A. thunder shower
B. heavenly feeling
C. unexpected news
D. an introvert person
Ans. C


14. Change into passive: 'You have wasted much time.'
A. Much time was wasted by you.
B. Much time wasted by you.
C. Much time has been wasted.
D. Much time wasted by you.

Ans.C


15. The verb form of'civilization' is
A. civilize
B. civil
C. civilized
D. civilian
Ans. A


16. Robert Frost is a poet of
A. UK
B. Ireland
C. Germany
D. USA
Ans. D

17. Change into indirect speech; He said to me,  "Can you helpme now?"
A. He asked me ifIcan help him now.
B. He asked me ifIcould help him then.
C. He asked meifI could help him now.
D. He asked me whether Ican help him them.
Ans. B

18. Thepast form ofthe word 'bear' is-
A. beared
B. bore
C. born
D. borne
Ans. B

19. Translate: সচেতনতা কোভিট-১৯ এর প্রভাব কমাতে পারে-
A. Awareness can reduce in COVID-19 outbreaks.
B.Awareness can reduce COVID-19 outbreaks.
C.Awareness to reduce the COVID-19 outbreaks.
D. Awareness will reduce the COVID-19 outbreaks.
Ans. B

20. Choose the correct sentence
A. He prefers milk to tea. 
B. He prefers milk in tea.
C. He prefers milk with tea. 
D. He prefers milk at tea.
Ans. A

21. The 'Dialy ofa Young Girl was published in
A. 1947
B.1948
C.1949
D.1920
Ans. A

22. Join with appropriate word: Hardly had I reached home; it began to rain.
A. than
B. then
C. when
D. while
Ans. C 

23. The synonym of the word 'emancipation' is
A. enchantment
B. captivity
C. enslavement
D. liberation
Ans. D

24. Find the correct present form
A. He cut his finger.
B. She lost her way.
C. I found it interesting.
D. We seldom visit here.
Ans. D

25. "Blow, blow, thou winter wind. Thou are not so unkind." is taken form the writings of
A. William Blake
B. John Keats
C. Wiiam Shakespeare
D.P.B. Shelley
Ans.C


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ২০২০-২০২১ সনের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'খ' ইউনিটের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও প্রশ্নের সমাধান। সাধারণ জ্ঞান অংশ....

১. বাঙালি জাতির মুক্তির সনদ হলো-
ক. ৬ দফা
খ. ১১ দফা
ঘ. ২১ দফা
গ. ৭ মার্চের ভাষণ
উত্তর: ক

২. বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন হলো
ক. ১০৯
খ. ১০৩
গ. ৯৯৯
ঘ. ৩৩৩
উত্তর: ঘ

৩. নিচের যেটি আঞ্চলিক জোট নয়-
ক. সার্ক (SAARC)
খ. ওপেক (OPEC)
গ. আসিয়ান (ASEAN)
ঘ. আরব লীগ (Arab League)
উত্তর: খ


৪. জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান
ক. সপ্তম
খ. অষ্টম
গ. নম
ঘ. দশম
উত্তর: খ


৫. স্যার জগদীশচন্দ্র বসুর বিশেষ অবদান যে জ্ঞান শাখায়-
ক. গণিত
খ. জীববিজ্ঞান
গ. রসায়ন
ঘ. উদ্ভিদবিদ্যা
উত্তর: ঘ


৬. ভৌগোলিক নির্দেশিত পণ্য স্বীকৃতি দেয়
ক. ডবি-উআইপিও (WIPO)
খ. ইউএনইপি (UNEP)
গ. ইউএনএইইচসিআর (UNHCR)
ঘ. ইউএনডিপি (UNDP)
উত্তর: ক


৭. ভোক্তা অধিকার নিয়ে কাজ করে যে সংস্থা
ক. বাপা (BAPA)
খ. বিএসটিআই (BSTI)
গ. টিসিবি (TCB)
ঘ. ক্যাব (CAB)
উত্তর: ঘ


৮. ট্যাক্স হলিডে সুবিধা পান যারা
ক. ভোক্তা
খ. ব্যবসায়ী
গ. রপ্তানিকারক
ঘ. নারী-উদ্যোক্তা
উত্তর: খ


৯. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শাসক ছিলেন
ক. শশাঙ্ক
খ. ধর্মপাল
গ. হর্ষবর্ধন
ঘ. বল্লাল সেন
উত্তর: ক


১০. ম্যাগসেস পুরস্কার ২০২১ লাভ করেছেন-
ক. ফেরদৌসী কাদরী
খ. জেবা ইসলাম সিরাজ
গ. সায়েবা আক্তার
ঘ. হাফিজা খাতুন
উত্তর: ক


১১. আলুটিলা গুহা যে জেলায় অবস্থিত
ক. খাগড়াছড়ি
খ. রাঙামাটি
গ. বান্দরবান
ঘ. কক্সবাজার
উত্তর: ক


১২. সুশাসনের তন্ত্র নয় যা
ক. স্বচ্ছতা
খ. অংশগ্রহণ
গ. কেন্দ্রীকরণ
ঘ. আইনের শাসন
উত্তর: গ


১৩. 'মুজিববর্ষ'- এর থিম সং- এর রচয়িতা
ক. নির্মলেন্দু গুণ
খ. কামাল চৌধুরী
গ. নাকিব খান
ঘ. হেলাল হাফিজ
উত্তর: খ

১৪. আইনের দৃষ্টিতে সবাই সমান'- উক্তিটি যার-
ক. স্পেন্সার
খ. বার্কার
গ. মিল
ঘ. লাক্স
সঠিকঃ A. V. Daicy
উত্তর:---



১৫. বাংলাদেশ সরকারের এটর্নি জেনারেল কাজ করেন যে বিভাগের অধীনে- 
ক. শাসনবিভাগ
খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ
ঘ. জনপ্রশাসন বিভাগ
উত্তর: ক


১৬. যে উৎসব ‘ফানুস উড়ানো হয়
ক. ওয়ানগালা
খ. বৈদ্ধ পূর্ণিমা
গ. দুর্গা পূজা
ঘ. প্রবারণা পূর্ণিমা
উত্তর: ঘ


১৭. যেটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নয়
ক. ওরাকল
খ. এমএস-এক্সেল
গ. এমএস-অ্যাকসেস
ঘ. এমএস-এসকিউএল সার্ভার
উত্তর: খ


১৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন
প উপাচাই
ক. এ এফ রহমান
খ. আর সি মজুমদার
গ. মাহমুদ হোসেন
ঘ. এস এম হোসেন
উত্তর: ক


১৯. মুক্তিযুদ্ধে ঢাকা শহরের গেরিলা দল যে নামে পরিচিত ছিল
ক. আকবর বাহিনী
গ. চলু প্লাটুন
খ. বাতেন বাহিনী
ঘ. ক্র্যাক প্লাটুন
উত্তর: ঘ



২০. মুক্তিযুদ্ধকালে মুজিবনগর যে সেক্টরের অধীনে ছিল-
ক. ১১
খ. ৮
গ. ২
ঘ. ১০
উত্তর: খ


২১. টি-২০ বিশ্বকাপ ২০২১ এ বাংলাদেশ প্রথম যে দলের মুখোমুখি হয়
ক. ওমান
খ. পাপুয়া নিউ গিনি
গ. স্কটল্যান্ড
ঘ. শ্রীলংকা
উত্তর: গ

২২. তঞঙ্গা নৃগোষ্ঠীর মানুষ বেশি বাস করে যে জেলায়
ক. চট্টগ্রাম
খ. রাঙ্গামাটি
গ. খেপুপাড়া
ঘ. কুয়াকাটা
উত্তর: খ

২৩. স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. ক্যাপ্টেন মনসুর আলী
গ. তাজউদ্দিন আহমদ
ঘ. আব্দুল মালেক উকিল
উত্তর: গ


২৪. আমাদের দেখা নয়াচীন গ্রন্থের ভূমিকা লেখেন
ক. আনিসুজ্জামান
খ. শেখ হাসিনা
গ. শেখ রেহানা
ঘ. শামসুজ্জামান খান
উত্তর: খ


২৬. গ্রেটা থুনবার্গ হলেন একজন
ক. পরিবেশকর্মী
খ. নারীবাদী কর্মী
গ. প্রাণী-অধিকারকর্মী
ঘ. মানবাধিকারকর্মী
উত্তর: গ


২৫. বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধান উৎস
ক. রেমিটেন্স
খ. বৈদেশিক বাণিজ্য
গ. কর
ঘ. তৈরি-পোশাকশিল্প
উত্তর: ক


২৭. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে পুরস্কার পেয়েছেন
ক. মাদার অব হিউম্যানিটি
খ. ইউএন-উইমেন
গ. এসডিজি অগ্রগতি
ঘ. ম্যাগসেস
উত্তর: গ

২৮. আওয়ামী লীগের যে পদ নিয়ে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন শুরু করেন-
ক. সাধারণ সম্পাদক
খ. যুগ্ম-সম্পাদক
গ. কোষাধ্যক্ষ
ঘ. সহ-সভাপতি
উত্তর: খ



২৯. ডেটাবেইজকে সাধারণত কয়ভাগে ভাগ করা হয়-
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: খ


৩০. পারসোনাল এরিয়া নেটওয়ার্কের ব্যপ্তি সাধারণত হয়ে থাকে-
খ. ২-৮
ক. ৫-১৫
গ. ৩-১০
ঘ. ৪-১২
উত্তর: গ

৩১. নিচের যেটি লোকশিল্প
ক. তাঁতের শাড়ি
খ. ফুলদানি
গ. তৈলচিত্র
ঘ. জামদানি
উত্তর: ক

৩২. ডেটা যোগাযোগে নিচের যেটি রিসিভারের অন্তর্গত নয়
ক. মডেম
খ. রাউটার
গ. সার্ভার
ঘ. মাইক্রোফোন
উত্তর: ঘ


৩৩. মিশরীয় সভ্যতার নিদর্শন যেটি
ক. প্যাপিরাস
খ. গ্রেট ওয়াল
গ. কিউনিফর্ম
ঘ. পার্থেনন
উত্তর: ক


৩৪. ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন
ক. ১ জন
খ. ২ জন
গ. ১ টি প্রতিষ্ঠান
ঘ. ১ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
উত্তর: খ


৩৫. সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন যে নামে
ক. ন্যাম
খ. কপ ২৬
গ. বিমসটেক
ঘ. আর্থ সামিট
উত্তর: খ

৩৬. যে সংস্থা কোভিড-১৯ কে অতিমারী ঘোষণা করেছে-
ক. এফএও
খ. ডব্লিউএইচও
গ. ইউনেস্কো
ঘ. এফডিএ
উত্তর: খ


৩৭. অনলাইন ক্লাস পরিচালনার একটি উপযুক্ত অ্যাপলিকেশন হলো
ক. এমএস আউটলুক
খ. জুমলা
গ. টিকটক
ঘ. গুগল মিট
উত্তর: ঘ


৩৮. বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়
ক. ৮ জানুয়ারি
খ. ১০ জানুয়ারি
গ. ১৭ মার্চ
ঘ. ২০ মার্চ
উত্তর: খ


৩৯. জর্জ হ্যারিস উদ্যোগে 'কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়
ক. লন্ডনে
খ. নিউইয়র্কে
গ. ওয়াশিংটনে
ঘ. প্যারিসে
উত্তর: খ


৪০. বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে কয়টি ব্রিগেডে বিভক্ত ছিল-
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ১১
উত্তর: খ


৪১. ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত সাফ ফুটবলের আয়োজক দেশ ছিল
ক. মালদ্বীপ
খ. নেপাল
গ. ভুটান
ঘ. ভারত
উত্তর: ক

৪২. সম্প্রতি যে দেশে প্রথম বারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়
খ. উত্তর কোরিয়া
ক. সৌদি আরব
গ. নামিবিয়া
ঘ. কাতার
উত্তর: ঘ


৪৩. অসমাপ্ত আত্মজীবনী ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো-
ক. চিরঞ্জীব মুজিব
খ. মুজিব মানে মুক্তি
গ. মুজিব আমার পিতা
ঘ. টুঙ্গীপাড়ার মিয়াভাই
উত্তর: ক


৪৪. এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়?
ক. কানে
খ. সিঙ্গাপুরে
গ. চেন্নাইতে
ঘ. বুসানে
উত্তর: ঘ


৪৫. সম্প্রতি সাভার সেনানিবাসে স্থাপিত ‘মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ’ হলো
ক. বিজয় কেতন
খ. শিখা অনির্বাণ
গ. শিখা চিরন্তন
ঘ. বিজয় চেতন
উত্তর: ঘ


৪৬. হোম ইন দ্যা ওয়ার্ল্ড : আ মেমোয়ার গ্রন্থের লেখক
ক. নিরদ সি. চৌধুরী
খ. আনিসুজ্জামান
গ. দ্বিজেন শর্মা
ঘ. অমর্ত্য সেন
উত্তর: ঘ


৪৭. বাংলাদেশের চলচ্চিত্র 'রোহানা মরিয়ম নূর' এর পরিচালক-
ক. তানভীর মোকাম্মেল
গ. আবদুল্লাহ মোহাম্মদ সাদ
খ. তৌকীর আহমেদ
ঘ. আবু সাইদ
উত্তর: গ


৪৮. ভিটামিন-ডি এর প্রধান উৎস
ক. সূর্যালোক
খ. কডলিভার ওয়েল
গ. মাছ
ঘ. ডিম
উত্তর: ক


৪৯. পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে বর্তমানে বাংলাদেশের মাথা পিছু আয় ডলার
ক. ২৫০০
খ. ২৬০০
গ. ২৫৫৪
ঘ. ২৬৬৬
উত্তর: গ


৫০. সম্প্রতি বাংলাদেশ সরকার যে ক্ষেত্রে বঙ্গবন্ধু জাতীয়
ক. কৃষি
খ. শিল্প
গ. মুক্তিযুদ্ধ
ঘ. চিত্রকলা
উত্তর: ক

Post a Comment

নবীনতর পূর্বতন