বাণিজ্য অনুষদের পরীক্ষা দিতে কেন্দ্রে আসছেন শিক্ষার্থীরা

আরও পড়ুন

Students are coming to the center to take the commerce faculty exams
ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী : ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের বাণিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা।

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা আটটি কেন্দ্রে একযোগে বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও  গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।

এবার ভর্তি পরীক্ষায় ৫ হাজার ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ২৬ হাজার ৫০০টি ৷ সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন পাঁচজন করে পরীক্ষার্থী। 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও বিধি মোতাবেক সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো শুরু হয়েছে। কোনো পরীক্ষার্থী যেন মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র (প্রবেশপত্র ছাড়া), ইলেক্ট্রনিক ডিভাইস সংবলিত ঘড়ি ও কলম, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটি এম কার্ডসহ অবৈধ কোনো কিছু  নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন