রাবির এ ইউনিটের ফল প্রকাশ, মনোনীতদের জন্য করণীয়

আরও পড়ুন

Rabi A unit result release, to be done for the candidates
রাজশাহী বিশ্ববিদ্যালয়


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক ফল প্রকাশিত হয়েছে। মনোনীতদের আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে এ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, এবছর ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে ( কলা অনুষদ , আইন অনুষদ , সামাজিক বিজ্ঞান অনুষদ , চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ) উত্তীর্ণ প্রার্থীসহ পোষা কোটাধারী ভর্তিচ্ছুদের বিষয় পছন্দক্রম এবং মেধা স্কোরের ভিত্তিতে বিষয়ভিত্তিক ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

$ads={1}

এ ইউনিটে মনোনীতদের জন্য করণীয়:

এ ইউনিটে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। নিজে পূরণকৃত ফরমটি অফসেট কাগজে স্বাক্ষরিত তিন কপি প্রিন্ট নিয়ে (এ-৪) সাইজের খামে পরীক্ষার্থীর নাম, বিভাগের নাম, রোল নম্বর লিখে অনুষদ অফিসে জমা দিতে হবে। এমনকি ওয়েবপেজে প্রদত্ত পদ্ধতিতে অনলাইনে ভর্তি বাবদ প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে।

$ads={2}

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে কলা অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, আইন অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের আইন অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে, চারুকলা অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের চারুকলা অনুষদ অফিসে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর জন্য নির্বাচিত প্রার্থীদের ইনস্টিটিউট অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

আরও বলা হয়েছে, আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত তালিকা থেকে মেধানুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ৮ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীর তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন