আজ থেকে চালু হচ্ছে চীনের স্টুডেন্ট ভিসা ও ট্রাভেল পারমিট

আরও পড়ুন

আজ থেকে চালু হচ্ছে চীনের স্টুডেন্ট ভিসা ও ট্রাভেল পারমিট
চীন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক © ছবি - ইন্টারনেট


সুখবর মিলেছে করোনায় আটকে থাকা চীনে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে দ্রুত। আজ থেকেই চীনে ফিরতে পারবেন তারা।

রবিবার (৭ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে এক ফেসবুক বার্তায় এ তথ্য জানান ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান।

বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। তিনি জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে চ‌লা বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।
 
তিনি আরও জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সোমবার থে‌কে চীনে ফেরত যাওয়ার জন্য ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। করোনার কারণে দীর্ঘদিন চীনে যাত্রা বন্ধ ছিল।

বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ফেসবু‌কে পেজে জানান, বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌ঙ্গে সাক্ষা‌তে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঘোষণা করেন, বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন