সরকারি সাত কলেজ এর যত নিয়ম ও পরীক্ষা সংক্রান্ত তথ্য

আরও পড়ুন


সরকারি সাত কলেজ এর যত নিয়ম ও পরীক্ষা সংক্রান্ত তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ : 7College.Press


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ এর মানোন্নয়ন এর স্বার্থে অধিভুক্তির পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় নানা রকম নিয়ম তৈরি করছে এই সাতটি কলেজের জন্য। 

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত সেমিস্টার পদ্ধতিতে এই সরকারি সাত কলেজ এর কার্যক্রম না চললেও এসেছে অনেক পরিবর্তন। নিয়মিত ক্লাস, পরীক্ষা, ইম্প্রুভমেট সহ আরও অনেক নিয়ম কানুন বেধে দিয়েছে কলেজগুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, অনার্স (২০১৭-১৮) সেশন ও তৎপরবর্তীকালে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এই সাতটি কলেজে ভর্তি হবে সে সব শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে এই নিয়মগুলো।
$ads={1}
এক নজরে দেখেনিন কি হচ্ছে সে সব নিয়ম, যা সাত কলেজে ভর্তি হলে আপনাকে মেনে চলতেই হবে।

বিবিএ সকল ডিপার্টমেন্ট:

A- (৩.৫০)গ্রেড পর্যন্ত ইম্প্রুভ দেওয়া যাবে। সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিল C গ্রেড পর্যন্ত। তবে ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন জন্য নুন্যতম সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে।
২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশন জন্য সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে। ৩য় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএ ২.৫০ অর্জন করতে হবে।

বিএসসি সাইন্সের সকল ডিপার্টমেন্ট:

C+ (২.৫০) গ্রেড পর্যন্ত ইম্প্রুভ দেওয়া যাবে। এছাড়া ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন জন্য নুন্যতম সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে।

২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশন জন্য সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে। ৩য় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএ ২.৫০ অর্জন করতে হবে।

বিএসএস (রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান,সমাজকর্ম,অর্থনীতি):

B (৩.০০) গ্রেড পর্যন্ত ইম্প্রুভ দেওয়া যাবে। এছাড়াও ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন জন্য নুন্যতম সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে।
$ads={2}
২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশন জন্য সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে। ৩য় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএ ২.৫০ অর্জন করতে হবে।

বিএ (বাংলা, ইংরেজি, আরবি,ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি):

B- (২.৭৫) গ্রেড পর্যন্ত ইম্প্রুভ দেওয়া যাবে। এছাড়াও ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন জন্য নুন্যতম সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে।

২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশন জন্য সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে। ৩য় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএ ২.৫০ অর্জন করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এর সকল শিক্ষার্থী ইম্প্রুভ দেয়া সাবজেক্ট শুধু মাত্র পরবর্তী শিক্ষাবর্ষের সাথে একবারই দিতে পারবে। যদি পরবর্তী বর্ষের সাথে কোন শিক্ষার্থী ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে না থাকে তাহলে সে আর পরবর্তীতে পরীক্ষা অংশ নিতে পারবে না। 

অর্থাৎ কেউ যদি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কোন শিক্ষার্থী হয় এবং সে ২০১৯ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহ করে থাকে তাহলে শুধুমাত্র ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে পরবর্তী বছর পরীক্ষা দিতে পারবে।

আর ফেইল করা সাবজেক্টে পরবর্তীতে সর্বোচ্চ দুই বার পরীক্ষা দিতে পারবে। এবং এই দুইবারের মধ্যেই তাকে সে সাবজেক্ট এ পাশ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Post a Comment

নবীনতর পূর্বতন