জাতীয় শোক দিবসে ঢাকা কলেজের যত আয়োজন

আরও পড়ুন


জাতীয় শোক দিবসে ঢাকা কলেজের যত আয়োজন
ঢাকা কলেজ © ফটো সংগৃহীত 

স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষার্থীদের জন্য কুইজ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস।

তিনি জানান, শিক্ষার্থীদের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও  স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুইটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ‘ক’ গ্রুপে উচ্চ মাধ্যমিক ও ‘খ’ গ্রুপে স্নাতক-স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

◑ প্রতিযোগিতার বিষয় ও সময়

১. কুইজ প্রতিযোগিতা

◑ শ্রেণি : একাদশ-দ্বাদশ
> প্রতিযোগীতার বিষয়: কারাগারের রোজনামচা।
> প্রশ্ন সংখ্যা: ২৫।
> সময়: ৩০ মিনিট।
> তারিখ: ১১ আগস্ট সকাল ১০.০০-১০.৫০ মিনিট।

◑ শ্রেণি : স্নাতক-স্নাতকোত্তর
> প্রতিযোগিতার বিষয় : আমার দেখা নয়াচীন।
> প্রশ্ন সংখ্যা: ২৫।
> সময়: ৩০ মিনিট।
> তারিখ: ১১ আগস্ট দুপুর ১২.০০-১২.৫০ মিনিট।


২. আবৃত্তি প্রতিযোগিতা

◑ শ্রেণি : একাদশ-দ্বাদশ।
> নির্ধারিত কবিতা: টুঙ্গিপাড়ার গ্রাম থেকে, কবি কামাল চৌধুরী (সম্পূর্ণ কবিতা)।
> তারিখ : ১১ আগস্ট বেলা ১১.০০ মিনিট।

◑ শ্রেণি : স্নাতক-স্নাতকোত্তর।
> নির্ধারিত কবিতা: স্বাধীনতার শব্দটি যেভাবে আমাদের হলো, কবি নির্মলেন্দু গুণ (সম্পূর্ণ কবিতা)।
> তারিখ: ১১ আগস্ট দুপুর ১২.৩০ মিনিট।

৩. রচনা প্রতিযোগিতা

◑ শ্রেণি : একাদশ-দ্বাদশ।
> রচনার শিরোনাম: ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’।
> শব্দ সংখ্যা: ১৫০০।

◑ শ্রেণি: স্নাতক-স্নাতকোত্তর
> রচনার শিরোনাম: ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ: প্রেক্ষিত বর্তমান ও ভবিষ্যৎ’।
>  শব্দ সংখ্যা: ২০০০।

◑ রচনা প্রতিযোগিতায় মানতে হবে যেসব নিয়ম—

১। রচনা A4 আকারের সাদা কাগজে শিক্ষার্থীর নিজ হাতে প্রতি পাতার একদিকে লিখতে হবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না।

২। রচনায় অবশ্যই শিক্ষার্থীর নাম, শ্রেণি বিভাগ, শিক্ষাবর্ষ, রোল, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

৩। রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।

৪। নিজ হাতে লিখিত রচনা ১০ আগস্ট বিকেল ৪টার মধ্যে পাঠাতে হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন