২৫ আগস্টের মধ্যে চবির বি ইউনিটের ফল প্রকাশ

আরও পড়ুন

Chittagong University B unit result release by 25th August
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ফাইল ছবি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবারের (২৫ আগস্ট) মধ্যে প্রকাশিত হবে। ইতোমধ্যে ‘বি’ ইউনিটের পরীক্ষার্থীদের ওএমআর শিট চলে এসেছে।

$ads={1}
চবির বি ইউনিটের পরীক্ষা প্রকাশ বিয়ে আরও জানা যায়, মঙ্গলবার থেকে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু হবে। কয়েকটি ধাপে ফল তৈরির কাজ করা হবে। সেজন্য ফল তৈরিতে কিছুটা সময় লাগবে।

চলতি সপ্তাহেই ফল প্রকাশ করতে পারার আশাবাদ ব্যক্ত করে চবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন জানান, আগামীকাল মঙ্গলবার থেকে ফল তৈরির কাজ শুরু হবে।

$ads={2}
চবির ভর্তি পরীক্ষার আসন সংখ্যা: ‘বি’ ইউনিটের আসনসংখ্যা ১ হাজার ২২১টি। পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৭৭৯ জন। এই ইউনিটে একটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ জন। 

চবির ভর্তি পরীক্ষার মানবণ্টন: ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫, সাধারণ জ্ঞানে ৩০ নম্বর বরাদ্দ ছিল। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

Post a Comment

নবীনতর পূর্বতন