গুচ্ছের সি ইউনিটের ফল প্রকাশ

আরও পড়ুন

GST Universities C unit results release
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী : ফাইল ছবি


গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এ ফল প্রকাশ করা হয়।

$ads={1}
গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করে বলেন, গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগ-ইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

$ads={2}
উল্লেখ্য, গত ২০ আগস্ট ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত 'সি' ইউনিটে তিন হাজার ৭০টি আসন রয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ৪২ হাজারের বেশি আবেদন পরেছিলো। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ১৩ জন ভর্তিচ্ছু।

Post a Comment

নবীনতর পূর্বতন