জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা কলেজ এর শ্রদ্ধা

আরও পড়ুন

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা কলেজ এর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা কলেজ শিক্ষক-কর্মচারীদের শ্রদ্ধা : ছবি - সংগৃহীত 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’-২০২২ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা কলেজে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন, জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম প্রমুখ।

$ads={1}

এর আগে ঢাকা কলেজের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও ঢাকা কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সকাল ৯টায় শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করা হয়।

যোহরের নামাজের পর ঢাকা কলেজ জামে মসজিদে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদতবরণকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত ও প্রার্থনা করা হয়। এরপর বিকেল তিনটায় বনানী কবরস্থানে বঙ্গমাতাসহ শাহাদত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারবর্গের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা কলেজ।

Post a Comment

নবীনতর পূর্বতন