রাজধানীতে বাসে হাফপাশের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

আরও পড়ুন

Student movement demanding half bus fare in the capital
বাসে হাফপাশের দাবিতে প্ল্যাকার্ড হাতে আন্দোলনরত শিক্ষার্থীরা


বাসে হাফ পাসের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর বনানী পোষ্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে এ দাবি জানায় বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা।

$ads={1}
এর আগে গত সোমবার (২২ আগস্ট) এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ সড়কে অবস্থান নেন তারা। এতে গুলশান-বনানীসহ আশেপাশে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।

আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে বলেন, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে আমাদের ভাড়া দিতে হচ্ছে ৩০ টাকা।

$ads={2}
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আশেপাশের অনেক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।

এ সময় শিক্ষার্থীরা ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে যোগ দেন। বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। তবে দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, হাফ ভাড়ার দাবিতে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও স্পটে এসেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন