বিসিএস ভাইভা বোর্ডের অভিজ্ঞতা ও প্রশ্নের ধরণ

আরও পড়ুন

BCS Viva Board Experience and Question Pattern
ভাইভা বোর্ডের প্রতীকী চিত্র : ছবি - ইন্টারনেট


বিসিএস ভাইভায় অংশগ্রহণ ও কিছু প্রশ্নের নমুনা: 

ভাইভা বোর্ড সদস্য : ৯ জন।

ভাইভা বোর্ডের সময়কাল :  ১২ থেকে ১৪ মিনিট।
অনুমতি নিয়ে রুমে ঢুকে সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে আমাকে চেয়ারে বসতে বললেন এবং আমার কাগজপত্র চাইলেন।বসে ধন্যবাদ দিয়ে কাগজপত্র স্যারের কাছে দিলাম।

উপস্থিত ৯ জনের প্রত্যেকেই প্রশ্ন করেছেন। স্যার একটি কাগজে আমার স্বাক্ষর এবং রোল লিখতে বললেন। লিখার পর...

$ads={1}
স্যারঃআপনি কোন সাবজেক্ট এবং কোথায় পড়াশুনা করেছেন?
আমিঃ উত্তর করলাম।

স্যারঃ গণিতে পড়েছেন।টিউশনি করান?
আমিঃ জ্বি স্যার।

স্যারঃ যেহেতু গণিতে পড়াশুনা করেছেন তাই একটি অংক করতে দিব। পারবেন?
আমিঃ ইনশাআল্লাহ। স্যার পৌনঃপুনিক এর একটি অংক করতে দিলেন। দ্রুত করে দিলাম। অন্য একজন স্যার প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করলেন,"উনি কি পেরেছেন?"
স্যারঃ জ্বি স্যার।

দ্বিতীয় স্যারঃ আরেকটি অংক করেন। একটা উৎপাদক করতে দিলেন।
আমিঃ করলাম।

স্যারঃ মুখেমুখে একটা ঐকিক নিয়ম ধরলেন।
আমিঃ মুখেমুখে হিসেব করে উত্তর দিলাম।

তৃতীয় স্যারঃ এবার অংক বাদ দেন।অন্য কিছু ধরেন।
স্যারঃ সাত মার্চের ভাষণ বলেন।
আমিঃ এক থেকে দেড় মিনিট বলার পরে স্যার থামিয়ে দিয়ে ভাষণের মেইন থিম কি জানতে চাইলেন। আমি একটু গুছিয়ে বললাম।

ফরিদপুর জেলায় বাড়ি হওয়ায় পদ্মা সেতু সম্পর্কে প্রশ্ন করেছেন।

$ads={2}
স্যারঃ পদ্মাসেতুর গুরুত্ব সম্পর্কে বলুন।
আমিঃ ২মিনিটের মতো বললাম।

স্যারঃOk.Say something about the Multipurpose Bridge Padma?
আমিঃ ২মিনিটের মতো ইংরেজিতে বললাম।
স্যারঃ say something more about the economic development of the Padma Bridge.

আমিঃ ১মিনিটের মতো ইংরেজিতে বললাম। স্যার থামিয়ে দিয়ে অন্য প্রশ্নে চলে গেলেন।

স্যারঃ Brand your Zilla.
আমিঃ ২মিনিটের মতো ইংরেজিতে  বললাম।

এরপর ২টা translation ধরলেন। ২ টাই পেরেছিলাম।

স্যারঃ আপনি কি কোথাও জব করেন?
আমিঃ এখনও কোথাও হয়নি স্যার। ট্রাই করছি।

স্যারঃ Best of luck.
আমিঃ Thank you sir.

স্যারঃ আচ্ছা আপনি আসুন।
আমিঃ ধন্যবাদ এবং সালাম দিয়ে বেরিয়ে আসলাম।

স্যারেরা খুবই আন্তরিক ছিলেন। আমিও ভাইভা দিয়ে pleased ছিলাম। রিটেনে ৬০+ এর মতো মার্কস ছিলো।অবশেষে আল্লাহর কৃপায় সিলেক্ট হয়েছি।সবার জন্য শুভকামনা।

লেখা : বাবুল রেজা, শিক্ষার্থী: গণিত বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।

Post a Comment

নবীনতর পূর্বতন