সাত কলেজে বিষয় মনোনয়ন : বিষয় না কলেজ কোনটা আগে?

আরও পড়ুন


সাত কলেজে বিষয় মনোনয়ন : বিষয় না কলেজ কোনটা আগে?
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ : 7College.Press


২০১৭ সালে ঢাকা শহরের ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভূক্তির পর থেকেই এসকল কলেজের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, সিলেবাস প্রণয়ন, শিক্ষার মানোন্নয়ন সহ সকল কার্যক্রম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজ এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর কলেজ ও বিষয় মনোনয় পদ্ধতি অনেক শিক্ষার্থীর জানা থাকে না। পূর্ববর্তী শিক্ষাবর্ষ গুলোর ভর্তি মনোনয় প্রক্রিয়ার আলোকে এই বিষয়ে আলোচনা করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এ কলেজ ও বিষয় মনোনয়নের বিস্তারিত: 

১। কয়েকটি পর্বে শিক্ষার্থীদের কলেজ ও বিষয়ের মনোনয়ন পরিচালিত হবে।

২। একজন মনোনীত শিক্ষার্থী দুই কিস্তিতে ভর্তি টাকা অনলাইনে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করবে।

$ads={1}

৩। যে কোন পর্বে প্রথমবারের মত একজন মনোনীত শিক্ষার্থী প্রথম কিস্তি ৩,০০০/- টাকা (টাকা কম বা বেশি হতে পারে) অনলাইনে জমা দিয়ে পরবর্তী মনোনয়ন পর্বের (বা পর্বসমূহের) জন্য অপেক্ষা করবে। 

৪। একটি পর্বে কলেজ ও বিষয় মনোনয়ন পাওয়ার পর কোন শিক্ষার্থী তার প্রথম কিস্তির টাকা পরিশোধ না করলে শিক্ষার্থী সরকারি সাত কলেজে ভর্তি হতে আগ্রহী নয়" ধারণায় সে পরবর্তী পর্বে মনোনয়নের জন্য বিবেচিত হবে না।

৫। চূড়ান্ত মনোনয়নের পর শিক্ষার্থী তার মনোনীত কলেজ ও বিষয়ের জন্য নির্ধারিত অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তির মাধ্যমে অনলাইনে পরিশোধ করবে ও টাকা জমার রসিদ সহকারে স্ব স্ব কলেজে ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।

৬। প্রতি পর্বের মনোনয়নে মনোনীত কলেজ ও বিষয় একজন শিক্ষার্থীর জন্য নির্ধারিত থাকবে। আসন শুন্য থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী পছন্দক্রমে উল্লেখ করা আগের কলেজ ও বিষয়ের জন্য মনোনীত হবে।

৭। কোন কারণে একজন শিক্ষার্থী ১ম/২য় কিস্তির টাকা পরিশোধ করার পর যদি মনোনীত কলেজের বিষয়ে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হয় তবে তার ভর্তির মনোনয়নসহ সকল জমাকৃত টাকা বাজেয়াপ্ত হবে।

৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ভর্তি প্রক্রিয়ার জন্য নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে পেইজে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে।

$ads={2}

৯। এরপর ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নোটিশে উল্লিখিত তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

১০। ভর্তি সম্পন্ন হয়ে গেলে নোটিশে উল্লিখিত তারিখে ক্লাস এ উপস্থিত হয়ে ক্লাস শুরু করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজ ও বিষয় মনোনয়নের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। নিম্নে তা বিস্তারিত দেয়া হলো :

১। শিক্ষার্থীর অগ্রাধিকার কি কলেজ না বিষয়?

২। যদি শিক্ষার্থীর অগ্রাধিকার হয় কলেজ তাহলে বিষয় নির্বাচনের ক্ষেত্রে পছন্দকৃত কলেজ এর সকল বিষয়গুলো ক্রমানুসারে সাজাতে হবে। এভাবে এর পরের কলেজ। এভাবে কলেজ ভিত্তিক বিষয় নির্বাচন আগে করতে হবে।

৩। আর যদি ভর্তিচ্ছু শিক্ষার্থীর অগ্রাধিকার বিষয়/সাবজেক্ট হয়ে থাকে তাহলে তাকে তার পছন্দকৃত বিষয়গুলো আগে নির্বাচন করতে হবে।

অর্থ্যাৎ কোন শিক্ষার্থীর যদি অগ্রাধিকার হয় কলেজ, সে কোন নির্দিষ্ট কলেজে যে কোন বিষয়েই পড়তে ইচ্ছুক হয়ে থাকে তাহলে সেই কলেজ এর সব সাবজেক্ট/বিষয়গুলো তালিকার শুরুর দিকে নির্বাচন করবে। উদাহরণ: কারো যদি ঢাকা কলেজ পছন্দ তালিকার প্রথমে থাকে তারপর তিতুমীর কলেজ, এরপর বাংলা কলেজ তাহলে সে শিক্ষার্থী ঢাকা কলেজ এর সকল বিষয় প্রথমে নির্বাচন করবে, তারপর তিতুমীর কলেজ এর বিষয়গুলো।

অন্যদিকে কারো যদি অগ্রাধিকার হয়ে থাকে বিষয়/সাবজেক্ট তাহলে সে তার পছন্দের তালিকার শুরুতেই রাখবে তার পছন্দকৃত বিষয়/সাবজেক্ট টি কে। উদাহরণস্বরূপ বলা যায় : শিক্ষার্থীর ইচ্ছা সে পদার্থ নিয়ে পড়বে। তাহলে সে প্রথমেই সবগুলো কলেজ এর পদার্থ বিষয়টিকে প্রথমে নির্বাচন করবে। 



Post a Comment

নবীনতর পূর্বতন