অধিভুক্ত সাত কলেজ এ ভর্তি পরীক্ষার মানবণ্টন ও আবেদন যোগ্যতা

আরও পড়ুন

অধিভুক্ত সাত কলেজ এ ভর্তি পরীক্ষার মানবণ্টন ও আবেদন যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ : 7College.Press


২০১৭ সালে ঢাকা শহরের ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভূক্তির পর থেকেই এসকল কলেজের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, সিলেবাস প্রণয়ন, শিক্ষার মানোন্নয়ন সহ সকল কার্যক্রম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়।

পরীক্ষার তারিখ : সাধারণত অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা কার্যক্রম এর শেষ দিকে এসে সরকারি সাত কলেজ এর ভর্তি পরীক্ষা নেয়া হয়ে থাকে। তাতে করে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় এ ভর্তির সুযোগ পায়নি তাদের একটি সুযোগ থাকে অধিভুক্ত সরকারি সাত কলেজ এ ভর্তি হবার।

সিলেবাস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এর প্রশ্নের ধরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতই হয়ে থাকে। তবে এখানে কোন নেগেটিভ মার্কস নেই। প্রশ্ন কিছুটা সহজতর হয়ে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এর ভর্তি পরীক্ষার মোট মার্ক ১২০। তার মধ্যে ১০০ মার্ক MCQ এবং ২০ মার্ক (ssc+hsc) রেজাল্ট।
SSC ও HSC রেজাল্ট কে ২ দ্বারা গুণ করে ২০ মার্ক হবে।

মানবন্টন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এর মানবণ্টন ঢাকা বিশ্ববিদ্যয়ের অনুরূপ ই হয়ে থাকে। নিম্নে ইউনিট ভিত্তিক বিস্তারিত মানবণ্টন দেয়া হলো।

বিজ্ঞান (A- unit) :

$ads={1}
১)পদার্থ বিজ্ঞান ( আবশ্যিক) : ২৫ নাম্বার
২)রসায়ন ( আবশ্যিক) : ২৫ নাম্বার
৩)গনিত : ২৫ নাম্বার
৪)জীব বিজ্ঞান : ২৫ নাম্বার
৫)বাংলা : ২৫ নাম্বার
৬)ইংরেজি : ২৫

#আবশ্যিক বিষয়সহ যে কোন চারটি বিষয়ের উত্তর করতে হবে।

বানিজ্য (C- unit) :
১)বাংলা : ২০ নাম্বার
২)ইংরেজি : ২০ নাম্বার
৩)হিসাববিজ্ঞান : ২০ নাম্বার
৪)ব্যবসায় শিক্ষা : ২০ নাম্বার
৫)মার্কেটিং/ফিন্যান্স ও ব্যাংকিং : ২০ নাম্বার

মানবিক (B- unit) :
১)বাংলা : ২৫ নাম্বার
২)ইংরেজি : ২৫ নাম্বার
৩)সাধারণ জ্ঞান : ৫০ নাম্বার

আবেদন যোগ্যতা : পূর্ববর্তী বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী। পরিবর্তন হলে জানিয়ে দেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এ ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষা ও ভর্তি পরীক্ষা একই শিক্ষাবর্ষের হতে হবে। এবং এসএসসি ও সমমানের পরীক্ষা এর আগের তিন শিক্ষাবর্ষের অধীনে হতে হবে। কারণ অধিভুক্ত সরকারি সাত কলেজ এ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেবার কোন সুযোগ নেই।

অর্থ্যা, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পরীক্ষা দেবার জন্য এইচএসসি ২০২১ সালে ও এসএসসি পরীক্ষা ২০১৬-২০১৯ এর মধ্যে সম্পন্ন হতে হবে।

ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন ইউনিটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়ে থাকে। নিম্নে ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা তুলে ধরা হলো।

ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা :  

$ads={2}

১। বিজ্ঞান অনুষদ (A - Unite)  এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০।

২। কলা ও মানবিক অনুষদ (B - Unite) এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০

৩। বাণিজ্য অনুষদ (C - Unite) এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজ এর মধ্যে একটি শুধুমাত্র ছেলেদের জন্য, দুইটি মেয়েদের জন্য ও বাকি চারটি সবার জন্য উম্মুক্ত থাকে।

১. ঢাকা কলেজ (শুধুমাত্র ছেলেদের জন্য)

২. ইডেন মহিলা কলেজ (শুধুমাত্র মেয়েদের জন্য)

৩. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (শুধুমাত্র মেয়েদের জন্য)

৪. কবি নজরুল কলেজ (সবার জন্য উম্মুক্ত)

৫. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (সবার জন্য উম্মুক্ত)

৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ (সবার জন্য উম্মুক্ত)

৭. সরকারি তিতুমীর কলেজ (সবার জন্য উম্মুক্ত)

Post a Comment

নবীনতর পূর্বতন