চাকরির প্রস্তুতি : বাংলাদেশের ৬৪ জেলা গঠনের সময়কাল ও ইতিহাস

আরও পড়ুন

Job Preparation: Time and History of Formation of 64 Districts of Bangladesh
চাকরির প্রস্তুতি : বাংলাদেশের ৬৪ জেলার নাম ও গঠনের সময়কাল


জেলা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্তর। কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। প্রশাসনিকভাবে একটি জেলা একটি বিভাগের অধিক্ষেত্রভুক্ত।

$ads={1}
বর্তমানে বাংলাদেশের বিভাগ ৮টি: ১। ঢাকা ২। সিলেট ৩। রাজশাহী ৪। রংপুর ৫। বরিশাল ৬। চট্টগ্রাম ৭। খুলনা ও ৮। ময়মনসিংহ। এর অন্তর্গত ৬৪টি জেলা রয়েছে। এছাড়া প্রস্তাবিত নতুন দুইটি বিভাগ রয়েছে। এগুলো হলো ফরিদপুর বিভাগ ও কুমিল্লা বিভাগ। ১৯৭১-এ বাংলাদেশ প্রতিষ্ঠাকালে জেলার সংখ্যা ছিল ১৯ টি । রাষ্ট্রপতি এরশাদ মহুকুমাগুলোকে জেলায় উন্নীতকরণের প্রক্রিয়া চালু করেন।

১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠালগ্নে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের জেলার সংখ্যা ছিল ১৭ টি। ১৯৬৯-এ ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমা ও বরিশাল জেলার পটুয়াখালী মহুকুমাকে জেলায় উন্নীত করা হয়। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ১৯৭৮ সালে ময়মনসিংহের জামালপুর মহুকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়।

নিম্নে বাংলাদেশের ৬৪ জেলা গঠনের সময়কাল দেয়া হলো: 

$ads={2}
  • ১৬৬৬ - চট্টগ্রাম জেলা
  • ১৭৭২ - রংপুর জেলা, রাজশাহী জেলা, ঢাকা জেলা।
  • ১৭৮১ - যশোর জেলা
  • ১৭৮২ - সিলেট জেলা
  • ১৭৮৬ - দিনাজপুর জেলা
  • ১৭৮৭ - ময়মনসিংহ জেলা
  • ১৭৯০ - কুমিল্লা জেলা
  • ১৭৯৭ - বরিশাল জেলা
  • ১৮১৫ - ফরিদপুর জেলা
  • ১৮২১ - নোয়াখালী জেলা, বগুড়া জেলা
  • ১৮৩২ - পাবনা জেলা
  • ১৮৬০ - চট্টগ্রাম জেলা থেকে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি।
  • ১৮৮২ - খুলনা জেলা
  • ১৯৪৭ - কুষ্টিয়া জেলা
  • ১৯৬৯ - ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল জেলা সৃষ্টি, বরিশাল জেলা থেকে পটুয়াখালী জেলা সৃষ্টি।
  • ১৯৭১ - ঢাকা বিভাগ: ঢাকা জেলা, ফরিদপুর জেলা, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল জেলা। চট্টগ্রাম বিভাগ: পার্বত্য চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম জেলা, কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, সিলেট জেলা। রাজশাহী বিভাগ: বগুড়া জেলা, দিনাজপুর জেলা, রাজশাহী জেলা, রংপুর জেলা, পাবনা জেলা। খুলনা বিভাগ: বরিশাল জেলা, যশোর জেলা, খুলনা জেলা, কুষ্টিয়া জেলা, পটুয়াখালী জেলা
  • ১৯৭৮, ময়মনসিংহ জেলা থেকে জামালপুর জেলা সৃষ্টি।
  • ১৯৮৩, বগুড়া জেলা থেকে জয়পুরহাট জেলা সৃষ্টি।
  • ১৯৮৪, ২২ ফেব্রুয়ারি - কুমিল্লা জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সৃষ্টি। ফরিদপুর জেলা থেকে গোপালগঞ্জ জেলা সৃষ্টি। পাবনা জেলা থেকে সিরাজগঞ্জ জেলা সৃষ্টি। ময়মনসিংহ জেলা থেকে শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা সৃষ্টি৷ নোয়াখালী জেলা থেকে লক্ষ্মীপুর ও ফেনী জেলা সৃষ্টি। সিলেট জেলা থেকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সৃষ্টি। দিনাজপুর জেলা থেকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা সৃষ্টি।
  • ১৯৮৪, ১ মার্চ - চট্টগ্রাম জেলা থেকে কক্সবাজার জেলা সৃষ্টি।

Post a Comment

নবীনতর পূর্বতন