সাবজেক্ট রিভিউ : ইংরেজি সাহিত্য

আরও পড়ুন

Subject Review: English Literature
ইংরেজি বিষয়ে উচ্চশিক্ষা : ছবি - সংগৃহীত

ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, প্রকৌশল...কত রকম বিষয় আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয়। কোন বিষয়ে আমি পড়ব, সিদ্ধান্ত নেওয়াই কঠিন। আপনার সে সিদ্ধান্ত নেয়ার বিষয়টা একটু সহজ করে দিতে আজ আমরা আলোচনা করবো 'ইংরেজি'কে নিয়ে। 

শুনতে অবাক লাগলেও ইংরেজরা আজ থেকে এক হাজার বছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তবে ইংরেজদের প্রতিষ্ঠিত সে বিশ্ববিদ্যালয়েই উচ্চশিক্ষায় ইংরেজি পড়া বা পড়ানো শুরু করে মাত্র দেড় শ বছর আগে। কয়েক শতাব্দী ধরে ইংরেজিকে এক ধরনের 'পড়ানোর অযোগ্য' বিষয় বলে গণ্য করা হতো। ইউরোপ থেকে আমাদের এই ভূখণ্ডে ইংরেজি বিভাগ আসতে অবশ্য খুব একটা সময় নেয়নি। আমাদের দেশে ইংরেজি সাবজেক্টের সূচনা হয় ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মাধ্যমে। সেই থেকে ইংরেজি নিয়ে পড়ুয়াদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তাই জনপ্রিয় ও হয় খুব দ্রুত। 

$ads={1}

ইংরেজি বিষয়ে কেন পড়াশোনা করবেন?

বর্তমান সময় হচ্ছে বিশ্বায়নের সময়। এই সময়ে এসে ইংরেজির মত আন্তর্জাতিক ভাষা সম্পর্কে জ্ঞান থাকা টা খুবই গুরুত্বপূর্ন ভবিষ্যতের জন্য। তাই আপনি যদি ইংরেজি নিয়ে উচ্চশিক্ষা নেন তাহলে ভবিষ্যতে আপনাকে আর চাকরি নিয়ে চিন্তা করতে হবে না। এই সময়ে এসে ইংরেজি পড়ুয়াদের সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। উপরন্তু, আপনি যদি ইংরেজি সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করেন, আপনি বিদেশে উচ্চ শিক্ষা বৃত্তির জন্য যোগ্য হতে পারেন। আপনি যদি ইংরেজি শিখেন তবে বিদেশে বৃত্তি পাওয়ার জন্য আপনার কাছে বেশ কয়েকটি বিকল্প থাকবে।

 

Subject Review: English Literature
ইংরেজি বিষয়ে উচ্চশিক্ষা : ছবি - সংগৃহীত

ইংরেজি বিষয়ে কোথায় কোথায় পড়ানো হয় :

বর্তমানে বাংলাদেশের প্রায় সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি বিভাগ রয়েছে। এছাড়াও  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতেও ইংরেজি বিভাগ রয়েছে। ইংরেজি বিভাগ নেই বা ইংরেজি সাবজেক্ট পড়ানো হয় এমন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুজেও পাওয়া ও দুষ্কর হবে।


ইংরেজি সাবজেক্ট যাদের জন্য:

ইংরেজি বিভাগে স্নাতক পর্যায়ে মূলত ইংরেজি ভাষায় রচিত কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও ভাষাবিদ্যা পড়ানো হয়। স্নাতকোত্তর পর্যায়ে এসবের পাশাপাশি সাহিত্যতত্ত্ব ও ইংরেজি ভাষা শেখানোর তত্ত্ব, নীতি ও পদ্ধতির ওপর জোর দেওয়া হয়। হাল আমলে অবশ্য ইংরেজির নিজস্ব জগতের বাইরেও বাংলা সাহিত্যের পরিচিতি, ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, সংস্কৃতি অধ্যয়ন, লৈঙ্গিক রাজনীতি, মিডিয়া ও চলচ্চিত্রসহ নানান বিচিত্র বিষয় এই বিভাগের সিলেবাসের অংশ। তাই আপনার যদি সাহিত্যের প্রতি আগ্রহ থাকে, ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে আগ্রহী হন, ইংরেজি ইতিহাস, দর্শন, নাটক, সাহিত্য নিয়ে পড়তে ভালবাসেন। গ্রিক সাহিত্য নিয়ে আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইংরেজি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন। তবে, তার আগে আপনাকে দেখতে হবে ইংরেজিতে আপনার দক্ষতা কতটুকু। অন্যথায় হিতে বিপরীত ও হতে পারে। তাই ভেবে-চিন্তে, আপনি আপনার সক্ষমতা বুঝে ইংরেজি কে উচ্চশিক্ষার বিষয় হিসেবে নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।   

Subject Review: English Literature
ইংরেজি বিষয়ে উচ্চশিক্ষা : ছবি - সংগৃহীত

ইংরেজি বিষয়ের পড়ালেখার ধরণ :

ইংরেজী বিভাগকে শুধুই ইংরেজী বিভাগ না বলে ইংরেজী সাহিত্য বা Department of English Literature & Language বলা হয়। ইংরেজী সাহিত্যে যদি আপনার আকর্ষণ থাকে তাহলে ইংরেজী বিভাগ আপনার জন্যই!  চার বছরর কোর্সে মূলত আপনাকে সাহিত্যের খুটিনাটি বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করতে হবে।পরিবর্তিত সিলেবাসে ১ম বর্ষে যদিও গ্রামার এর একটি কোর্স আছে সবেমাত্র। অন্যান্য বর্ষগুলোতে আপনাকে ইংরেজী সাহিত্যের উপর পাঠ্যক্রম চালিয়ে যেতে হবে পাশাপাশি ইতিহাস, দর্শন, গ্রিক ক্লাসিক সাহিত্য, নাটক, উপন্যাস ইত্যাদি কোর্স থাকবে।

 $ads={2}

ইংরেজি সাবজেক্টে যা শেখানো হয়: 

ইংরেজি বিষয়ে পারদর্শিতার সাথে সাথে ইংরেজি সাহিত্য, ইতিহাস, নাটক, কবিতা, গ্রিক সাহিত্য ইত্যাদি বিষয়ে পড়ানো হয়ে থাকে। ইংরেজি সাবজেক্টে পড়লে শুধু যে আপনাকে ইংরেজি ভাষা শিক্ষা বা গ্রামার শেখানো হবে তা না। বরং উল্টোটা ঘটতেই বেশি দেখা যায়। অনার্সের পুরো চার বছরে ইংরেজি গ্রামার বা ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে শুধু মাত্র ৩/৪ টা কোর্স পড়ানো হয়। 

 

Subject Review: English Literature
ইংরেজি বিষয়ে উচ্চশিক্ষা : ছবি - সংগৃহীত

ইংরেজি সাবজেক্টের কোর্সসমূহ:

  • ইংরেজি কবিতা
  • ইংরেজি গল্প
  • ইংরেজি নাটক
  • ইংরেজি উপন্যাস
  • ইংরেজি ভাষাবিদ্যা
  • ইংরেজি সাহিত্যতত্ত্ব
  • ইংরেজি ভাষা শেখানোর তত্ত্ব
  • মিডিয়া ও চলচ্চিত্রসহ নানান বিষয়
  • রাষ্ট্রবিজ্ঞান
  • প্রয়োজনীয় কম্পিউটার সাইন্স কোর্স
  • ইংরেজি ভাষা শেখানোর নীতি ও পদ্ধতি
  • বাংলা সাহিত্যের পরিচিতি
  • বাংলা সাহিত্যের ইতিহাস
  • বাংলায় দর্শন
  • বাংলায় নৃবিজ্ঞান
  • বাংলায় সংস্কৃতি অধ্যয়ন
  • লৈঙ্গিক রাজনীতি

 

ইংরেজি বিষয়ের ক্যারিয়ার:

ইংরেজি বিষয়ে পড়াশোনা করলে আপনার ভবিষ্যতে কাজের সুযোগ সুবিধা নিয়ে চিন্তা করতে হবে না। ইংরেজি বিষয়ে পড়াশোনা করলে আপনাকে বেকার থাকতে হবে না এই নিশ্চয়তা যে কোন মানুষ আপনাকে দিবে। ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের সবসময় ক্যারিয়ার ভবিষ্যত উজ্জ্বল ছিলো। এছাড়াও ইংরেজি বিষয় নিয়ে প্রশ্ন করলে আপনি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। ইংরেজি বিষয়ে পড়াশোনা করলে বিদেশে স্কলারশিপ পাওয়ার সুযোগ ও বেড়ে যায় অনেকগুণ।

  

Subject Review: English Literature
ইংরেজি বিষয়ে উচ্চশিক্ষা : ছবি - সংগৃহীত

 ইংরেজি সাবজেক্ট এর চাকরির বাজারের চাহিদা:

বর্তমানের চাকরীর বাজারে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের যথেষ্ঠ পরিমাণে বিস্তৃতি রয়েছে। বিসিএস পরীক্ষাতে বাধ্যতামূলক English Literature বিষয় প্রশ্ন আসে যেগুলো অনায়াসেই ইংরেজী বিভাগ থেকে অনার্স করা যেকোনো শিক্ষার্থীর জন্যই সহজবোধ্য। এছাড়াও বিভিন্ন বেসরকারি বিভিন্ন প্রাইভেট ফার্ম, ব্যাংকিং, শিক্ষকতা,  Ministry of Foreign Affiars, মার্চেন্ডাইজিং সহ আরো অনেক ক্ষেত্র রয়েছে যেখানে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়।


ইংরেজি নিয়ে পড়ে বাংলাদেশে যত চাকরি:

  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (পাবলিক ও প্রাইভেট) 
  • প্রাইমারি স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
  • হাই স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
  • কলেজের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
  • সাংবাদিক হিসেবে ইংরেজি গণমাধ্যম প্রতিষ্ঠানে চাকরী
  • বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডার সহ অন্যান্য সাধারণ ক্যাডারে চাকরী 
  • অগ্রাধিকারে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরী
  • অগ্রাধিকারে ব্যাংকে চাকুরী
  • ইংরেজি ভাষা প্রশিক্ষক
  • ইংরেজি সাহিত্য লেখক 
  • ইংরেজি ব্লগ আর্টিকেল লিখা
  • এছাড়াও দক্ষতা শিখে অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন। 

Post a Comment

নবীনতর পূর্বতন